১। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
ক) আইসোপ্লিথ
খ) আইসোহাইট
গ) আইসোহ্যালাইন
ঘ) আইসোথার্ম
উত্তর: খ) আইসোহাইট
২। নিচের কোনটি পাললিক শিলা?
ক) মার্বেল
খ) কয়লা
গ) গ্রানাইট
ঘ) নিস
উত্তর: খ) কয়লা
৩। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়-
ক) টারশিয়ারী যুগে
খ) প্লাইস্টোসিন যুগে
গ) কোয়াটারনারী যুগে
ঘ) সাম্প্রতিক কালে
উত্তর: ক) টারশিয়ারী যুগে
৪। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক) উদ্ধার পর্যায়ে
খ) প্রভাব পর্যায়ে
গ) সতর্কতা পর্যায়ে
ঘ) পুনর্বাসন পর্যায়ে
উত্তর: ঘ) পুনর্বাসন পর্যায়ে
৫। নিম্নের কোন আপদটি (HAZARD) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
ক) ক্যান্সার
খ) তামাক ও মাদক দ্রব্য গ্রহণ
গ) সড়ক দুর্ঘটনা
ঘ) বায়ু দূষণ
উত্তর: ঘ) বায়ু দূষণ
৬। ২০০৪ সালের ভয়ংকর সুনামির ঢেউয়ের গতি ছিলো ঘণ্টায়-
ক) ১০০-২০০ কিমি
খ) ৩০০-৪০০ কিমি
গ) ৭০০-৮০০ কিমি
ঘ) ৯০০-১০০০ কিমি
উত্তর: গ) ৭০০-৮০০ কিমি
৭। নিচের কোন ভৌগলিক এলাকাটি রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
ক) রামসাগর
খ) বগা লেইক
গ) টাঙ্গুয়ার হাওর
ঘ) কাপ্তাই হ্রদ
উত্তর: গ) টাঙ্গুয়ার হাওর
৮। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
ক) ৯০ শতাংশ
খ) ৯৪ শতাংশ
গ) ৯৮ শতাংশ
ঘ) ৯৯.৯৭ শতাংশ
উত্তর: ঘ) ৯৯.৯৭ শতাংশ
৯। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
ক) ১ জানুয়ারি
খ) ১১ জানুয়ারি
গ) ১৯ জানুয়ারি
ঘ) ২১ মার্চ
উত্তর: গ) ১৯ জানুয়ারি
১০। ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-
ক) পাহাড়ের পাদদেশে
খ) নদীর উৎপত্তিস্থলে
গ) নদীর মোহনায়
ঘ) নদীর নিম্ন অববাহিকায়
উত্তর: ক) পাহাড়ের পদদেশে