ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০৭:১৬, ১৩ মে ২০১৮

মেধাবী মুখ

মোঃ আবির আহমেদ ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন রাজধানীর মতিঝিল মডের স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ আবু জামাল ভূইয়া, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা ও মা মিসেস সুফিয়া ইয়াছমিন একই কর্পোরেশনে চেয়ারম্যান সচিবালয়ে কর্মরত। আবির ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। সে সবার দোয়াপ্রার্থী। মোঃ রুহুল আমিন চৌধুরী আমেরিকান ইন্ডিপেন্ডডেন্ট ইউনিভার্সিটি, লস এনজেল্স, ক্যালিফোনিয়া, আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল, Good Governance, Democracy and Development: Bangladesh Perspective. M‡elYvi ZË¡veavqK wQ‡jb Pro.dr. Mignon R. Moore, Professor And Dean, Deparrtment of Development Studies, Faculty of social Science, American Independent university, California, Usa. তিনি পিরোজপুর জেলা, স্বরুপকাঠী (নেছারাবাদ) উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ির মরহুম আলহাজ এ.কে.এম আজিপুর রহমান চৌধুরী ও মরহুম রিজিয়া রহমান এর জ্যেষ্ঠ পূত্র। মোঃ রুহুল আমিন চৌধুরী বর্তমানে দৈনিক আজকের পরিবর্তনে যুগ্ম সম্পাদক পদে কর্মরত। তিনি সকলের দোয়াপ্রার্থী।
×