ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

Mohammad Billal Hossain;###;(M.Sc M.Ed)

জেএসসি গণিত

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ জুন ২০১৭

জেএসসি গণিত

W.E.T.T.V.E.C (Chennai, Tamilnadu, India) International Seminar on P.S.R Engeneering College, Sivakashi, Tamilnadu, India. International Symposium on Arunal College of Engeneering college, Tamilnadu, India. Head Examiner Dhaka Board. Sinha High School & College, Sonargaon, Narayanganj Mobile: 01914-752029 (অনু: ৩) সুপ্রিয় জেএসসি শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছ নিও। আজ তোমাদের গণিত বিষয়ে পাটিগণিতের অধ্যায় তিন নিয়ে আলোচনা করা হবে। তাহলে এসো আজ এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রাবলী জেনে নেই। * ত্রিভুজাকার ক্ষেত্রফল = ( ঢ ভূমি ঢ উচ্চতা) বর্গ একক * বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২ বর্গ একক * আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ( দৈর্ঘ্য ঢ প্রস্থ) বর্গ একক * আয়তাকার ঘনবস্তুর আয়তন = ( দৈর্ঘ্য ঢ প্রস্থ ঢ উচ্চতা) ঘন একক * ওজন পরিমাপের মেট্রিক এককাবলি ১০ মিলিগ্রাম (মি.গ্রা) = সেন্টিগ্রাম (সে.গ্রাম) ১০ সেন্টিগ্রাম ( সে. গ্রা) = ১ ডেসিগ্রাম (ডেসি.গ্রা) ১০ ডেসিগ্রাম (ডেসি. গ্রা) = ১ গ্রাম (গ্রা.) ১০ গ্রাম (গ্রা) = ১ ডেকাগ্রাম ( ডেকা.গ্রা) ১০ ডেকাগ্রাম (ডেকা.গ্রা.) ১ হেক্টাগ্রাম ( হে.গ্রা) ১০ হেক্টোগ্রাম (হে.গ্রা.) = ১ কিলোগ্রাম (কে.জি.) * ওজন পরিমাপের একক: গ্রাম ১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম ১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল ১০০০ কিলোগ্রাম = ১ মেট্রিক টন * ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক এককাবলি ১০০ বর্গসেন্টিমিটার = ১ বর্গ ডেসিমিটার ১০০ বর্গ ডেসিমিটার = ১ বর্গ মিটার ১০০ বর্গ মিটার = ১ এয়র ১০০ এয়র = ১ হেক্টর বা ১ বর্গ হেক্টোমিটার ১০০ বর্গ হেক্টোমিটার = ১ বর্গ কিলোমিটার * ক্ষেত্রফল পরিমাপে ব্রিটিশ এককালি ১৪৪ বর্গ ইঞ্চি = ১ বর্গফুট ৯ বর্গফুট = ১ বর্গফুট ৪৮৪০ বর্গগজ = ১ একর ১০০ শতক (ডেসিমল) = ১ একর * দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ পদ্ধতির এককাবলি ১২ ইঞ্চি = ১ ফুট ৩ ফুট = ১ গজ ১৭৬০ গজ = ১ মাইল ৬০৮০ ফুট = ১ নটিকেল মাইল ২২০ গজ = ১ ফার্লং ৮ ফার্লং = ১ মাইল * দৈর্ঘ্য পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি (প্রায়) ১ গজ = ০.৯১৪৪ মিটার (প্রায়) ১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়) ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়) ১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়) * আয়তন পরিমাপে মেট্রিক এককাবলি ১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার ১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘনমিটার ১ ঘনমিটার = ১ স্টেয়র ১০ ঘন স্টেয়র = ১ ডেকা স্টেয়র ১ ঘন সে. মি. = ১ মিলিমিটার ১ ঘন ইঞ্চি = ১৬.৩৯ মিলিমিটার * আয়তন মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক ১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়) ১ ডেকা স্টেয়র = ১৩.০৮ ঘনগজ (প্রায়) ১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়) * দৈর্ঘ্য পরিমাপের একক : মিটার * ক্ষেত্রফল পরিমাপের একক : বর্গমিটার * আয়তন পরিমাপের একক : ঘনমিটার * ওজন পরিমাপের একক : গ্রাম * তরল পদার্থের আয়তন পরিমাপের একক : লিটার * দৈর্ঘ্যরে পরিমাপ ছোট হলে সেন্টিমিটার এবং বড় হলে কিলোমিটারে প্রকাশ করা হয়। * ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘনসেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম * ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম * ঘনবস্তুর ঘনফলই আয়তন * অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল এবং মেট্রিক টন একক ব্যবহার করা হয়।
×