ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গুচ্ছের বিজ্ঞান ইউনিটে পাসের হার ৩৪ শতাংশ 

প্রকাশিত: ১৯:০৪, ৩০ এপ্রিল ২০২৪

গুচ্ছের বিজ্ঞান ইউনিটে পাসের হার ৩৪ শতাংশ 

গুচ্ছে ভর্তি

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন মোট ৫০ হাজার ৭৬১ জন যা মোট পরীক্ষার্থীর ৩৩.৯৮ শতাংশ। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৬৯৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন। ৩০ নম্বরের বেশি পেয়ে পরীক্ষায় পাস করেছেন ৫০ হাজার ৭৬১ জন, শতকরা হিসাবে যা ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ৩০ নম্বরের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন। বিভিন্ন কারণে মোট ৮৪ জনের খাতা বাতিল করা হয়েছে। এছাড়া এবার পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন ভর্তি-ইচ্ছুক।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৭.২৫। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। মারুফের গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় হলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুনামগঞ্জ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।

 

 

শহিদ

×