ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:০৮, ২৯ মে ২০১৭

বিসিএস কর্নার

৮৪. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? ১৫ টি, ৬ টি, ১১টি, ১০ টি সঠিক উত্তর: ১১টি ৮৫. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত - দুটি রেডক্রস কনভেনশন নামে তিনটি রেডক্রস কনভেনশন নামে চারটি রেডক্রস কনভেনশন নামে পাঁচটি রেডক্রস কনভেনশন নামে সঠিক উত্তর: চারটি রেডক্রস কনভেনশন নামে ৮৬. কোনটি মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে? হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার সঠিক উত্তর: সিঙ্গাপুর ৮৭. নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? ১২ টি, ১৩ টি, ১৪ টি, ১৫ টি সঠিক উত্তর: ১৫ টি ৮৮. মরনোত্তর নোবেল পেয়েছেন কে? রিচার্ড কুন হেমারশোলড লি ডাক থো বরিস পেস্তারনাক সঠিক উত্তর: হেমারশোলড ৮৯. আলফ্রেড নোবেল কী আবিঙ্কার করেন ? ডিনামাইট বিদ্যুৎ পোলিও টিকা কয়লা সঠিক উত্তর: ডিনামাইট ৯০. স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? জেনেভায় লন্ডনে প্যারিসে হেগে সঠিক উত্তর: হেগে ৯১. পুলিতজার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট কে? বিল ক্লিনটন জন এফ কেনেডি আব্রাহাম লিঙ্কন বারাক ওবামা সঠিক উত্তর: জন এফ কেনেডি ৯২. ॥পার্পল লাইন॥ কোন দুটি দেশের সীমানা নির্ধারণকারী সীমারেখা? লেবানন-ইসরাইল পোল্যান্ড-সোভিয়েত ইউনিয়ন ইসরাইল-সিরিয়া পোল্যান্ড-লিথুয়ানিয়া সঠিক উত্তর: ইসরাইল-সিরিয়া ৯৩. শেভেন চুক্তি হচ্ছে - বাণিজ্যচুক্তি কর হ্রাস করা চুক্তি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি এর কোনটি নয় সঠিক উত্তর: কর হ্রাস করা চুক্তি চলবে...
×