ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে সংঘর্ষ, গুলি ॥ আহত ৭

প্রকাশিত: ০৪:০০, ৭ মে ২০১৬

দৌলতপুরে সংঘর্ষ,  গুলি ॥ আহত ৭

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ৬ মে ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চল্লিশপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির বেধড়ক লাঠিচার্জে অন্তত ৭ জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধ ও ফসলের জমিতে ঘাস কাটা নিয়ে চল্লিশপাড়া গ্রামের শরিফুল ইসলাম কামু ও আমজাদ হোসেনের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে শরিফুল ইসলাম কামু প্রতিপক্ষকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি ছোড়ে। রায়পুরে নারী ও শিশুসহ আহত ৬ সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর থেকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় শিশু ও নারীসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার চরবংশী গ্রামের শওকত আলী গাজী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক শিশুসহ চার নারীকে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সুফিয়া ও রহিমা বেগম জানান, বৃহস্পতিবার সকালে চরবংশী গ্রামের প্রবাসী হারুন জমাদারের নবনির্মিত বিল্ডিংয়ে পানি দেয়াকে কেন্দ্র করে তার স্ত্রী রাবেয়া বেগমের সঙ্গে প্রতিবেশী খোরশেদ জমাদারের স্ত্রীর ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার খোরশেদ আলমের স্ত্রী রহিমা বেগম তার ছেলেকে সঙ্গে নিয়ে আবার রাবেয়া বেগমের বোন সুফিয়া বেগমের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের শওকত আলী গাজী জমাদারের মেয়ে খাদিজা আক্তার (১৪), হাজেরা বেগম (১০) ছেলে কাউছার (১৯) হারুন জমাদারের স্ত্রী বাবেয়া (৪০) এবং খোরশেদ জমাদারের স্ত্রী রহিমা বেগমও আহত হন।
×