ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৯, ৪ অক্টোবর ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকৌশলী এস. এ. এহ্সান রাজন প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, খুলনা পাবলিক কলেজ, খুলনা। ই-মেইলঃ [email protected] ওয়েবসাইটঃ http://ahsanrajon.wordpress.com ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ (পূর্ব প্রকাশের পর) এইচটিএমএল (ঐঞগখ) ব্যবহারের মাধ্যমে ওয়েব পেজ তৈরির সুবিধা ওয়েব পেইজ ডিজাইন করার জন্য যে কোন সাধারণ টেক্সট এডিটর ব্যবহার করা যায় বলে কোন নতুন সফটওয়্যারের আবশ্যকতা নাই।  এর মাধ্যমে তৈরিকরা ওয়েবসাইট সহজেই তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা সম্ভব।  যেহেতু ওয়েব পেইজগুলির সাইজ কম থাকে তাই এটি একদিকে যেমন সার্ভারে হোস্ট করতে কম স্টোরেজ ¯েপসের প্রয়োজন হয় তেমনি প্রসেসিং অপেক্ষাকৃত দ্রুততম হওয়ায় ক্লায়েন্ট সার্ভার উভয়ের জন্য অনেক দ্রুত।  ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট গ্রহণের উদ্দেশ্যে ফর্ম তৈরি করা যায়।  ঐঞগখ-৫ এ কোন অফফ-ড়হং বা ঞযরৎফ চধৎঃু অঢ়ঢ়ষরপধঃরড়হ ছাড়াই ওয়েব পেইজে অডিও, ভিডিও অনেক সহজ ও সুসংহত ভাবে সংযোজন করা যায়।  ঐঞগখ-৫ এর ক্যানভাস ফিচারের সাহায্যে কোন অফফ-ড়হং বা ঞযরৎফ চধৎঃু অঢ়ঢ়ষরপধঃরড়হ ছাড়াই ওয়েব পেইজে অডিও,ভিডিও সংযোজন করা সম্ভব।  ঐঞগখ এ তৃতীয় পক্ষীয় কোন ঙনলবপঃ সংযোজন বা এমবেড (ঊসনবফ) করা সম্ভব বলে কন্টেন্টের বহুমাত্রিকতা আনয়ন সম্ভব।  ঐঞগখ পেইজে ঈঝঝ (ঈধংপধফবফ ঝঃুষব ঝযববঃ) এবং ঝপৎরঢ়ঃরহম খধহমঁধমব (ঔধাধঝপৎরঢ়ঃ, অঔঅঢ) সংযোজনের মাধ্যমে একদিকে যেমন ওয়েবসাইটকে আকর্ষনীয় করা সম্ভব তেমনি ব্যবহারকারীর সাথে নিবিড় যোগাযোগ সম্ভব।  যে সব ওয়েবসাইটের জন্য ডেটাবেজ সংযোগ অত্যাবশ্যকীয় নয়, সে সমস্ত ওয়েবসাইট শুধুমাত্র ব্যবহার করে ডিজাইন করা সম্ভব। হ এইচটিএমএল (ঐঞগখ) ব্যবহারের মাধ্যমে ওয়েব পেজ তৈরির সীমাবদ্ধতা  স্বয়ংস¤পূর্ণ ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইটের জন্যই ঐঞগখ আদর্শ। ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্য ঐঞগখ এর পাশাপাশি অন্য স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজের (ঝপৎরঢ়ঃরহম খধহমঁধমব) প্রয়োজন হয়।  শুধুমাত্র ঐঞগখ এর সাহায্যে ওয়েবপেইজ তৈরিতে অনেক বেশি কোড লেখার প্রয়োজন হয়।  ঐঞগখ দ্বারা শুধুমাত্র ফরম্যাটিং করা সম্ভব, গাণিতিক বা লজিক্যাল কোন ক্ষেত্রে এর ভূমিকা নেই।  ঐঞগখ এর নিরাপত্তা ব্যবস্থা খুবই দূর্বল।  ঐঞগখ৫ এর পূর্বের ভার্শনগুলিতে সরাসরি অডিও-ভিডিও ব্যবস্থাপনার সুযোগ সীমাবদ্ধ।  ঐঞগখ৫ এর পূর্বের ভার্শনগুলিতে সরাসরি ডেটাবেজের সাথে সংযুক্ত হবার সূযোগ নাই। এ প্রেক্ষিতে যে সমস্ত ওয়েবসাইটে ডেটাবেজ সংযোগ ও ব্যবহার প্রয়োজন হয় সে সমস্ত ওয়েবসাইটগুলি শুধুমাত্র ঐঞগখ ব্যবহার করে তৈরি করা সম্ভব নয়। হ একটি ওয়েব সাইট / ওয়েব পেইজ ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয়াবলী একটি ওয়েব সাইট / ওয়েব পেইজ ডিজাইনের ক্ষেত্রে নিুলিখিত মৌলিক বিষয়াবলী বিশেষ লক্ষ্যনীয়। ওয়েব সাইটের প্রদেয় তথ্যাবলী এবং ওয়েবসাইটের উদ্দেশ্য একটি ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে এবং গঠন বৈচিত্র্যর দিক থেকে প্রকারভেদ কী এবং কেমন হবে সেটি স¤পূর্ণভাবে ওয়েবসাইটে প্রদেয় তথ্যের উপর নির্ভরশীল। ওয়েব সাইট/ওয়েব পেইজ ডিজাইনের শুরুতেই প্রদেয় তথ্য স¤পর্কে সুনিশ্চিত হওয়া আবশ্যকীয়। এছাড়াও একটি ওয়েবসাইটে বিদ্যমান তথ্যের পরিমান অধিক হলে সেক্ষেত্রে যেমন ডেটাবেজ সম্বলিত ডায়নামিক ওয়েবসাইট নির্বাচন করা উত্তম তেমনি কম তথ্য স¤পন্ন ওয়েব সাইট ডিজাইনের ক্ষেত্রে স্ট্যাটিক ওয়েবসাইটই যথেষ্ট।
×