ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

তেলের বিশ্ব বাজারে ধস

প্রকাশিত: ০৯:১৩, ২১ এপ্রিল ২০২০

তেলের বিশ্ব বাজারে ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ২১ বছরের মধ্যে এতটা পতন আর দেখেনি তেলের বাজার। চাহিদা কমায় অন্যদিকে সংরক্ষণ সক্ষমতা আর না থাকায় যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি তেলের দামে অনেকটা ধস নেমেছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৪ শতাংশ কমে গেছে। প্রতি ব্যারেল ১৫ দশমিক ৬৫ ডলারে গিয়ে ঠেকেছে। করোনাভাইরাস মহামারির কারণে চাহিদা কমায় তীব্র চাপের মুখে পড়েছে জ্বালানি তেলের বাজার। বিশ্ববাজারে হু হু করে কমছে দাম। যুক্তরাষ্ট্রে তেল সংরক্ষণাগারগুলো অতিরিক্ত তেলের চাপ আর নিতে পারছে না। এতে দাম আরও কমে যাচ্ছে। গত এক মাস ধরে কম চাহিদার চাপ ও উৎপাদন কমানো নিয়ে তর্কবিতর্ক চলছে তেলের বাজারে। অবশ্য চলতি বছরের শুরু থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে তেলের ওপর। মার্চের শেষে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা শুরু হয় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে। গত ১৩ এপ্রিল নানা আলোচনা জল্পনার পর ওপেক প্লাস ও তেল উৎপাদক মিত্রদেশগুলো উৎপাদন কমানোর ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায়। দৈনিক ৯৭ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে একমত হয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রফতানিকারকদের এই জোট, যা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ। তবে অনেক বিশ্লেষক মনে করছেন বর্তমানে পরিস্থিতি যে অবস্থায় গেছে এটি যথেষ্ট নয়।
×