ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সারাদেশে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ২৩:২৮, ১৮ মে ২০২২

সারাদেশে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া, প্রার্থনা, মিলাদ মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, আলোচনা সভা, আনন্দ শোভযাত্রা ও তথ্যচিত্র প্রদর্শনীসহ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে পালিত হয়েছে তার ঐতিহাসিক স্বদেশপ্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে। এবারে প্রধানমন্ত্রীর স্বদেশপ্রত্যাবর্তন দিবসের প্রতিপাদ্য ছিল- ‘আলোর পথে যাত্রী আমরা- তুমি স্বপ্ন সারথী, তোমার নেতৃত্বেই দেশ পেয়েছে- শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি। এসব কর্মসূচীতে অংশ নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, ঐক্য ও আদর্শের আলোকবর্তিকা হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। বাংলাদেশের জন্য একজন অপরিহার্য সফল নেতার নামই হচ্ছে শেখ হাসিনা। ৪১ বছর আগে ১৯৮১ সালের ১৭ মে ব্যক্তি শেখ হাসিনার স্বদেশপ্রত্যাবর্তন ছিল মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের অগ্নিবীণা ও উন্নয়ন-প্রগতির প্রত্যাবর্তন। মঙ্গলবার এনইসির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈরী পরিস্থিতিতে নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মার্চ তার স্বদেশপ্রত্যাবর্তনের বিষয়টি স্মরণ করে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের মুখে হাসি ফোটানোর একটি মাত্র লক্ষ্য নিয়ে তিনি নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছেন। কারণ এটা আমার বাবার (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) স্বপ্ন ছিল। ১৯৮১ সালের এই দিনে জোরপূর্বক নির্বাসিত জীবন থেকে ফিরে আসার দিনটির কথা স্মরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, যখন আমি বিমানবন্দরে অবতরণ করি, তখন আমি আমার নিকটাত্মীয়দের কাউকে পাইনি, কিন্তু লাখও মানুষের ভালবাসা পেয়েছি। এটাই আমার একমাত্র শক্তি এবং আমি এই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি। কত অপপ্রচার, কত কথা, কত কিছু- তারপরেও বাংলাদেশের জনগণ তার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশনে প্রধানমন্ত্রীর স্বদেশপ্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে- তোফায়েল ॥ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে স্বজন হারানোর বেদনা নিয়ে বাংলাদেশে পা রাখেন। ওই দিনটি এখনও স্মৃতির পাতায় ভেসে ওঠে। এক পাশে আমি, অন্য পাশে রাজ্জাক ভাই (প্রয়াত জননেতা আবদুর রাজ্জাক)। নেত্রী বললেন, ক্ষমতার জন্য আসিনি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে এসেছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এটাই আমাদের বড় পাওয়া। ভোলা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশপ্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের জন্য আশীর্বাদ- পানিসম্পদ উপমন্ত্রী ॥ পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনার জন্ম না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বিএসএমএমইউ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশপ্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রতিকৃতিতে বিএসএমএমইউয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ। সারাদেশে স্বদেশপ্রত্যাবর্তন দিবস পালিত ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশপ্রত্যাবর্তন দিবস। চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল, গাইবান্ধা, বগুড়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নওগাঁ, মাগুরা, নেত্রকোনা, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, বাগেরহাট, ঝিনাইদহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে নানা কর্মসূচীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশপ্রত্যাবর্তন দিবসের সংবাদ পাঠিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাগণ। জবি ছাত্রলীগের আনন্দ মিছিল ॥ জবি সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশপ্রত্যাবর্তন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে পুরান ঢাকায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’ ॥ চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
×