ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সতর্কতা জারি

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সিলেটে বন্যা, সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ০০:৩৭, ১৭ মে ২০২২

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সিলেটে বন্যা, সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত

জনকণ্ঠ ডেস্ক ॥ সিলেট ও ভারতের মেঘালয় রাজ্যে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢলে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। নদী উপচে সিলেট শহরসহ আশপাশের বিভিন্ন উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করছে। অনেক জায়গায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। গত পাঁচ-ছয় দিনের অবিরাম বর্ষণ আর পাহাড়ী ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় ২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জের বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও অনলাইনের। সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, কালীঘাট, কাজিরবাজার, শেখঘাট, মোল্লাপাড়া, ঘাসিটুলা লামাপাড়া, লালদীঘিরপাড় এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। এ বিষয়ে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেন, সিলেটের নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে, এটি দুশ্চিন্তার কারণ। ভারতের মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর সেই পানি উজান বেয়ে বাংলাদেশে আসছে। যদি ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি না কমে, এই পানি কমার কোন সম্ভাবনা নেই। এদিকে সুনামগঞ্জের বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার দুপুর ২টা পর্যন্ত সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৭.৭০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, আরও ১০ সেমি পানি বাড়লেই বিপদসীমা অতিক্রম করবে। ইতোমধ্যে সুনামগঞ্জে বন্যা সতর্কতা জারি করে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। ঢলের পানিতে ভেসে গেছে হাওড়ের উঁচু এলাকার বেশকিছু বোরো ফসল। পানিতে বাদামসহ নষ্ট হয়েছে মৌসুমি সবজি খেত। অন্যদিকে টানা বর্ষণে দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ বড়বন গ্রামের পাশের মাইজখলা গ্রামের পাশে হাওড়ের বাঁধ ভেঙ্গে পানিতে ভেসে গেছে ৮টি বসতঘর। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনেরা দোয়ারাবাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ী ঢলে ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল, পানিতে ভেসে গেছে। গৃহপালিত পশুপাখি নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ঢলের পানিতে তাহিরপুর ও সদর উপজেলার উচ্চ এলাকার ২০ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানিয়েছে, সুনামগঞ্জ ও মেঘালয়ে ভারি বর্ষণের কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে সুনামগঞ্জের নিম্নাঞ্চল জমেছে। তবে তা অস্বাভাবিক নয় বলে জানান তিনি।
×