ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাগরিকায় বিপিএল উত্তেজনা শুরু আজ

প্রকাশিত: ২৩:২৮, ২৮ জানুয়ারি ২০২২

সাগরিকায় বিপিএল উত্তেজনা শুরু আজ

মোঃ মামুন রশীদ, চট্টগ্রাম থেকে ॥ সাগরিকায় আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শুরু। বৃহস্পতিবার সকাল থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে আসা দলগুলোর মধ্যে ছিল দারুণ উদ্দীপনা। বিশেষ করে উত্তেজনায় টগবগ করে ফুটছেন ব্যাটাররা। কারণ বিপিএলে বরাবরই বেশ রান হয় সাগরিকার উইকেটে। তাই ঢাকা পর্বে ব্যাট হাতে ব্যর্থদের কণ্ঠে ছন্দে ফেরার প্রত্যয়। তবে বিকেল গড়াতেই সাগরিকার জমজমাট পরিবেশে দানা বাঁধে গুমোট পরিবেশ! অভিজ্ঞ বাঁহাতি ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিতে পারেন এমন ফিসফাস শোনা যাচ্ছিল। তবে চট্টগ্রামের এ ‘লোকাল হিরো’ সন্ধ্যায় তার দল মিনিস্টার গ্রুপ ঢাকার সঙ্গে অনুশীলনে নামার আগে জানালেন ৬ মাস আন্তর্জাতিক টি২০ থেকে বিরতি নেবেন। তাই সন্ধ্যা ঘনাতেই আর গুমোট ভাবটা থাকেনি। আগের সেই জীর্ণশীর্ণ গ্যালারি রূপ বদলেছে, রং-বেরঙের নতুন সিটগুলো ফ্লাড লাইটে হাসছিল। যদিও করোনা পরিস্থিতির জন্য দর্শক থাকবে না, কিন্তু টি২০ ক্রিকেটে আসল মজা যেই রান হওয়ার তা হয়তো আজই দেখা যাবে বেলা দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সানরাইজার্স-ঢাকার ফিরতি ম্যাচে। বিপিএল টি২০ ক্রিকেটের অতীত ঘেঁটে দেখা গেছে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় শীর্ষ ৬টি ইনিংসই সাগরিকার উইকেটে। আর সবই দুই শতাধিক রানের। ২০১৯ সালে এখানে রংপুর রাইডার্স বিপিএলের সর্বোচ্চ ৪ উইকেটে ২৩৯ রানের ইনিংসও গড়েছে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। সে কারণেই সাগরিকার পিচ কিউরেটর প্রাভীন হিঙ্গানিকর ও তার সহকারী জাহিদ রেজা বাবু প্রশংসায় ভেসেছেন সবসময়। এদিনও সবুজ ঘাসে ঢাকা আউটফিল্ড ও ব্যাটিংবান্ধব উইকেটের পরিচর্যায় ব্যস্ত জাহিদ রেজার মুখে ঝলমলানো হাসি। তিনি বললেন, ‘এখানে উইকেট কখনও খারাপ হয় না, আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকলে অনেক রান হবে। সাকিব সকালে উইকেট দেখে সন্তুষ্ট হয়ে চলে গেছে।’ সাকিবের মতো সন্তুষ্টির হাসি ফরচুন বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিমের মুখেও। মিরপুরে হওয়া বিপিএলের প্রথম পর্বে তাদের ব্যাট হাসেনি। এবার মুশফিক বললেন, ‘চট্টগ্রাম অন্যতম হাইস্কোরিং গ্রাউন্ড। ঢাকা ও চট্টগ্রামের উইকেটের মধ্যে পার্থক্য আছে। আশা করছি উইকেট ভাল হবে। ব্যাটিং উইকেটে বোলারদের জন্য কঠিন সময় থাকবে। বিশেষ করে চট্টগ্রাম পর্বে।’ আর সোহান বললেন, ‘অবশ্যই আমরা মিরপুরে আমাদের সর্বশেষ যে ৩টা ম্যাচ হয়েছে ব্যাটিং ইউনিট হিসেবে কিছু করতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হয় যে, এটা অনেক বড় সুযোগ যে এমন একটা উইকেটে খেলা হবে। তো এখান থেকে যেন আমরা আমাদের ছন্দে আসতে পারি।’ আজ চট্টগ্রাম পর্বের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচেই নামবে ৪ ম্যাচে ৩টিতেই হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা ঢাকা। আগের দেখায় সিলেটের কাছে হেরে যাওয়া দলটি এবার জিততে চায়। চট্টগ্রাম পর্বে ২ ম্যাচই জিততে হবে তাদের প্লে-অফে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য। আর সিলেটও চায় জয়ের ধারায় থাকতে। দিনের প্রথম ম্যাচে অবশ্য স্বাগতিক চট্টগ্রাম ও খুলনা মুখোমুখি হবে। নিজেদের সর্বশেষ ম্যাচটিও পরস্পরের বিপক্ষে মিরপুরে খেলেছে তারা। চট্টগ্রাম জিতে গেলেও এবার খুলনা ঘুরে দাঁড়াতে চায় তাদের বিপক্ষে। সাগরিকায় অবশ্য দর্শক থাকছে না। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ এখানে দর্শকরা গ্যালারির ভাঙ্গাচোরা চেয়ার, জীর্ণ-শীর্ণ দেয়াল-মেঝের স্যাঁতসে্যঁতে পরিবেশে কষ্ট করে দেখেছেন। করোনা পরিস্থিতিতে তারা বিপিএলে থাকছেন না। তবে ইতোমধ্যেই নতুন করে সাড়ে ১২ হাজার সিট বসানো হয়েছে, নতুন রং করে ঝলমলে করা হয়েছে গ্যালারি। এদিন ঢাকার ওপেনার তামিমের আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের গুঞ্জনও ওঠে। বাংলাদেশের জার্সিতে টি২০ খেলতে চান না এমনটা কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন। তবে চলতি বিপিএলে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেও টানা দুই অর্ধশতক করে টি২০ দলেও অপরিহার্যতা প্রমাণ করেছেন তামিম। তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী ৬ মাস আমি টি২০ ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো মনোযোগ টেস্ট ও ওয়ানডেতে থাকবে। আশা করি এই ৬ মাসে তরুণরা এত ভাল খেলবে- আমার আর প্রয়োজন পড়বে না।’
×