ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকা করোনা রোগীর ৬৯ শতাংশ ওমিক্রনে আক্রান্ত

প্রকাশিত: ০১:২৩, ২৫ জানুয়ারি ২০২২

ঢাকা করোনা রোগীর ৬৯ শতাংশ ওমিক্রনে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে করোনা ভাইরাসে আক্রান্তদের ৬৯ শতাংশের মধ্যেই ওমিক্রন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। শুধু তাই নয়, ওমিক্রনেরও আরও তিনটি উপধরন পাওয়া গেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। সোমবার আইসডিডিআরবির ওয়েবসাইটে দেয়া গবেষণার ফল থেকে জানা যায়, ঢাকায় যে তিনটি উপধরন রয়েছে সেগুলো আফ্রিকা, ইউরো-আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রন ধরনের সঙ্গে মিলেছে। সেখানে বলা হয়, জানুয়ারির প্রথম দুই সপ্তাহে তাদের ল্যাবরেটরিতে ১ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৮ শতাংশই ছিল করোনায় আক্রান্ত। আর আক্রান্তদের মধ্যে ওমিক্রন ছিল ৬৯ শতাংশের নমুনায়।
×