ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৩৪ প্রার্থী

২৭ পদে ১৪৮ কাউন্সিলর প্রার্থী

প্রকাশিত: ২২:৩৬, ১৫ জানুয়ারি ২০২২; আপডেট: ০১:২১, ২৯ জুন ২০২২

২৭ পদে ১৪৮ কাউন্সিলর প্রার্থী

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১৮২ সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ প্রার্থী নির্বাচনী মাঠে লড়ছেন। এদের মধ্যে নতুন পুরাতন ও বিগত দিনের কাউন্সিলর পদে থাকা প্রার্থীরাও রয়েছেন। এদের প্রচার-প্রচারণায় মুখরিত ছিল সিটি এলাকা। এক উৎসবমুখর পরিবেশ ছিল। ১ নম্বর ওয়ার্ড ॥ সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া, পাইনাদী পূর্বপাড়া, মধ্যপাড়া, নতুনমহল্লা, মজিববাগ ও মিজমিজি পূর্বপাড়া এলাকা নিয়ে ১ নম্বর ওয়ার্ডটি গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ১শ’ ৩ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলো- ওমর ফারুক (ঝুড়ি), মোঃ আব্দুর রহিম, (ঘুড়ি), মোঃ জাহিদুল ইসলাম (ট্রাক্টর), মোঃ মাহমুদুর রহমান (লাটিম), মোঃ মাহবুব আলম (মিষ্টি কুমড়া), হাজী আবদুল মালেক (ব্যাডমিন্টন র্যা কেট), হাজী মোঃ আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি)। এদের মধ্যে মোঃ মাহমুদুর রহমান (লাটিম), আবদুর রহিম (ঘুড়ি) ও ওমর ফারুকের (ঝুড়ি) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২ নম্বর ওয়ার্ড ॥ মিজমিজি পশ্চিমপাড়া, মিজমিজি দক্ষিণপাড়া, কান্দাপাড়া, মাইঝপাড়া, সাহেবপাড়া ও মৌচাক এলাকা নিয়ে ২ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯শ’ ৫০ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলো- ইকবাল হোসেন (লাটিম), মোঃ আমিনুল হক ভূঁইয়া (ঘুড়ি), মোঃ ইসমাইল (রেডিও), মোঃ কামাল হোসেন (ব্যাটমিন্টন র্যা কেট), মোঃ সামসুল আলম (করাত), মোঃ সুলতান গিয়াসউদ্দিন (এয়ারকন্ডিশনার), মোঃ সোহরাব হোসেন (মিষ্টি কুমড়া), মোঃ শফিকুল ইসলাম (ঝুড়ি)। এদের মধ্যে ইকবাল হোসেন (লাটিম), মোঃ আমিনুল হক ভূঁইয়া (ঘুড়ি) ও মোঃ শফিকুল ইসলামের (ঝুড়ি) মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৩ নম্বর ওয়ার্ড ॥ সানারপাড়, লন্ডনমার্কেট, আদর্শনগর, নুরনগর, বাঘমারা, নিমাইকাশারী, মুক্তিনগর ও রসুলবাগ এলাকা নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজর ৬শ’ ৪৭ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলো- শাহজালাল (ঠেলাগাড়ি), এ আর ফররুখ আহমাদ (রেডিও), চাঁদনি আক্তার জ্যোতি (ঝুড়ি), তোফায়েল হোসেন (ঘুড়ি), মোঃ আলমগীর (লাটিম), মোঃ ইরান (মিষ্টি কুমড়া)। এদের মধ্যে শাহজালাল (ঠেলাগাড়ি), তোফায়েল হোসেন (ঘুড়ি) ও এ আর ফররুখ আহমাদের (রেডিও) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৪ নম্বর ওয়ার্ড ॥ সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর, আটি, ওয়াপদা কলোনি ও শিমরাইল এলাকা নিয়ে ৪ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩শ’ ৯৩ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলো- আরিফুল হক হাসান (লাটিম), মোঃ নজরুল ইসলাম (ঘুড়ি), মোঃ নুর উদ্দিন মিয়া (ঠেলাগাড়ি), মোঃ বিল্লাল হোসেন (ট্যাক্টর)। এদের মধ্যে আরিফুল হক হাসান (লাটিম), নজরুল ইসলাম (ঘুড়ি) ও মোঃ নুর উদ্দিন মিয়ার (ঠেলাগাড়ি) মূল প্রতিদ্বন্দ্বীতা হতে পারে। ৫ নম্বর ওয়ার্ড॥ সিদ্ধিরগঞ্জের আজিবপুর দক্ষিণ, কলাবাগ পূর্ব, কলাবাগ পশ্চিম ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রে নিয়ে ৫ নম্বর গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮শ’ ২৬। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলো- গোলাম মুহাম্মদ সাদরিল (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ আনিসুর রহমান (ঠেলাগাড়ি), মোঃ ইসমাইল (লাটিম), মোঃ জাহাঙ্গীর আলম (ঝুড়ি) ও মোঃ কুতুবউদ্দিন (করাত)। এদের মধ্যে গোলাম মুহাম্মদ সাদরিল (ব্যাডমিন্টন র্যাকেট) ও মোঃ আনিসুর রহমানের (ঠেলাগাড়ি) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৬ নম্বর ওয়ার্ড ॥ সুমিলপাড়া, আইলপাড়া দক্ষিণ, আইলপাড়া উত্তর, চর সুমিলাড়া, আবেদ, সাবেদ, শওকত মার্কেট, সোনামিয়া মার্কেট, বাগপাড়া, মন্ডলপাড়া এলাকা নিয়ে ৬নং ওয়ার্ডটি গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ১৭ হাজার ৪শ’৭০জন। এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা হলো- মোঃ মতিউর রহমান (ঠেলাগাড়ি), মোঃ সিরাজুল ইসলাম (ঘুড়ি), আল মামুনুর রশিদ (লাটিম), মজিবুর রহমান ম-ল (ঝুড়ি), মোঃ মিজানুর রহমান (মিষ্টি কুমড়া) ও রোকেয়া রহমান (ব্যাডমিন্টন র্যা কেট)। এদের মধ্যে মোঃ মতিউর রহমান (ঠেলাগাড়ি) ও সিরাজুল ইসলাম ম-লের (ঘুড়ি) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৭ নম্বর ওয়ার্ড ॥ কদমতলী উত্তর, কদমতলী দক্ষিণ ও নয়াপাড়া নিয়ে ৭নং ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ড ১৫ হাজার ৮শ’ ৭৭ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলো- তৌহিদ কবির (ঝুড়ি), মেহেদী হাসান (ট্রাক্টর), মোঃ ফজলুল হক (মিষ্টি কুমড়া), মোহাম্মদ মিজানুর রহমান খান (রেডিও), মোঃ মুশফিকুর রহমান (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ আলাউদ্দিন ভূঁইয়া (কাটা চামচ), মোঃ তানজিম কবির সজিব (ঠেলাগাড়ি), মোঃ নুরুল আমিন দুলাল (ঘুড়ি), মোঃ মহসিন শেখ (লাটিম), মোঃ সানোয়ার হোসেন (এয়ারকন্ডিশার), মোঃ সালাহউদ্দিন (করাত) ও সবুজ শেখ (টিফিন ক্যারিয়ার)। এদের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান খান (রেডিও) ও মোঃ ফজলুল হকের (মিষ্টি কুমড়া) মূলপ্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৮ নম্বর ওয়ার্ড ॥ সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা, বাড়িপাড়া, ভূঁইয়াপাড়া, আরামবাগ, তাতখানা, সৈয়দপাড়া, আইলপাড়া ও এনায়েতনগর নিয়ে ৮ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৮শ’ ৫১০জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলো- মোঃ রুহুল আমিন (করাত), তারক নাথ সাহা (মিষ্টি কুমড়া), মেহেবুব হাসান ফারুকী (টিফিন ক্যারিয়ার), মোঃ দেলোয়ার হোসেন খোকন (ঘুড়ি), মোঃ মহসিন ভূইয়া (লাটিম), মোঃ সাগর প্রধান (ঠেলাগাড়ি), মোঃ সোহেল রানা (ঝুড়ি) ও সালাহউদ্দিন আহমেদ (ব্যাডমিন্টন র্যা কেট)। এদের মধ্যে মোঃ রুহুল আমিন (করাত), সালাহউদ্দিন আহমেদ (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ মহসিন ভূইয়া (লাটিম) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৯ নম্বর ওয়ার্ড ॥ জালকুড়ি পশ্চিমপাড়া, পূর্ব জালকুড়ি, জালকুড়ি এলাকা নিয়ে ৯ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার ১৮ হাজার ৪শ’ ২ জন। এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা হলো- ই¯্রাফিল প্রধান (করাত), বিল্লাল হোসেন (মিষ্টি কুমড়া), মোঃ মাসুদুর রহমান (ঠেলাগাড়ি), মোঃ রোকশদ আলী (ট্রাক্টর) ও রোকশদ আলী (ঘুড়ি)। এদের মধ্যে ইস্রাফিল প্রধান (করাত) ও মোঃ মাসুদুর রহমান (ঠেলাগাড়ি) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১০ নম্বর ওয়ার্ড ॥ উত্তর গোদনাইল, দক্ষিণ গোদনাইল, লক্ষ্মীনারায়ণ এলাকা নিয়ে ১০নং ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ১শ’ ৩১ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলেন- ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন রেকেট), মোঃ লিয়াকত আলী (ঘুড়ি), সিরাজ খান (ঝুড়ি)। এদের মধ্যে ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন রেকেট) ও মোঃ লিয়াকত আলীর (ঘুড়ি) মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১১ নম্বর ওয়ার্ড ॥ কিলারপুল, খানপুর ও তলস্না এলাকা নিয়ে ১১নং ওয়ার্ড গঠিত। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৭শ’ ৬২ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর হলো- আনোয়ার হোসেন মুক্তি (ব্যাডমিন্টন র্যা কেট), এবিএম সাইফুল হাসান (ঠেলাগাড়ি), মোঃ অহিদুল ইসলাম (ঝুড়ি), মোঃ মহসিন উল্লাহ (লাটিম), মোঃ শাহাদাত হোসেন (ঘুড়ি) ও সেলিম আহমেদ হেনা (ট্রাক্টর)। এদের মধ্যে মোঃ শাহাদাত হোসেন (ঘুড়ি), সেলিম আহমেদ হেনা (ট্রাক্টর) ও মোঃ অহিদুল ইসলামের (ঝুড়ি) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১২ নম্বর ওয়ার্ড ॥ খানপুরের একাংশ, ডন চেম্বার, চাষাঢ়া, মিশনপাড়া এলাকা নিয়ে ১২নং ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৬ হাজার ৮শ’ ৪৪ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন- মোহাম্মদ শওকত হাসেম (লাটিম), মোঃ নাঈম হোসেন (ঠেলাগাড়ি) ও মোঃ সেলিম খান (ঘুড়ি)। এদের মধ্যে মোহাম্মদ শওকত হাসেম (লাটিম) ও মোঃ সেলিম খানের (ঘুড়ি) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১৩ নম্বর ওয়ার্ড॥ আমলাপাড়া, গলাচিপা কলেজ রোড, জামতলা, মাজদাইর এলাকা নিয়ে ১৩নং ওয়ার্ড গঠিত। মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪শ’ ৯ জন। এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী। এরা হলেন- মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (ঠেলাগাড়ী), এস এম মোজাম্মেল হক মামুন (লাটিম), মোঃ রবিন (ঘুড়ি), মোঃ লিটন (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ শায়েক রেজা (এয়ারকন্ডিশনার) ও শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ (রেডিও)। এদের মধ্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (ঠেলাগাড়ী) ও শাহ ফয়েজ উল্লাহ ফয়েজের (রেডিও) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১৪ নম্বর ওয়ার্ড ॥ ইন্দিপাড়া, টানবাজার, উকিলপাড়া, পশ্চিম দেওভোগ এলাকা নিয়ে ১৪নং ওয়ার্ড গঠিত হয়েছে। ভোটার সংখ্যা ২৪ হাজার ৯শ’ ৩৫ জন। এ ওয়ার্ডে ৫ প্রার্থী। এরা হলেন আলীফ হাবিব (ব্যাডমিন্টন র্যা কেট), মনিরুজ্জামান মনির (ঘুড়ি), শফি উদ্দিন প্রধান (লাটিম), মোঃ মাসুম আহমেদ (ঠেলাগাড়ি) ও মোঃ দিদার খন্দকার (ঝুড়ি)। এদের মধ্যে শফি উদ্দিন প্রধান (লাটিম) ও আলীফ হাবিরের (ব্যাডমিন্টন র্যা কেট) মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১৫ নম্বর ওয়ার্ড ॥ সনাতন পাল লেন, পালপাড়া, নয়ামাটি, র্যা লি বাগান এলাকা নিয়ে ১৫নং ওয়ার্ড গঠিত। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭শ’ ৭৪ জন। ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। এরা হলো- অসিত বরন বিশ্বাস (ঝুড়ি), খোকন সাহা (ব্যাডমিন্টন র্যা কেট), জি এম আরমান (লাটিম), মোঃ মাকসুদ হোসেন রকি (ঠেলাগাড়ি), হোসেন মোঃ রাসেল (ঘুড়ি)। এদের মধ্যে অসিত বরন বিশ্বাস (ঝুড়ি) ও হোসেন মোঃ রাসেলের (ঘুড়ি) মূল প্রতিদ্বন্দ্বীতা হতে পারে। ১৬ নম্বর ওয়ার্ড ॥ বাবুরাইল, দেওভোগ, পাক্কা রোড এলাকা নিয়ে ১৬নং ওয়ার্ড গঠিত। ভোটার সংখ্যা ২৫ হাজার ৮শ’ ১০ জন। এ ওয়ার্ডে ৪ প্রার্থী রয়েছে। মাকিদ মোস্তাকীম (ঠেলাগাড়ি), মোঃ কবির হোসেন (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ রিয়াদ হাসান (ঘুড়ি) ও মোঃ সাইদুল ইসলাম (মিষ্টি কুমড়া)। এদের মধ্যে মোঃ কবির হোসেন (ব্যাডমিন্টন র্যা কেট) ও মোঃ রিয়াদ হাসানের (ঘুড়ি) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১৭ নম্বর ওয়ার্ড ॥ পাইকপাড়া ও নয়াপাড়া এলাকা নিয়ে ১৭নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৭ হাজার ৪শ’ ৮০ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। অলি উদ্দিন ভূঁইয়া (ব্যাডমিন্টন র্যা কেট), মোস্তাক হোসেন (লাটিম), মোঃ আব্দুল করিম (ঘুড়ি) ও শেখ মোঃ হাছান আলী (ঠেলাগাড়ি)। এদের মধ্যে মোঃ আব্দুল করিম (ঘুড়ি) ও অলি উদ্দিন ভূঁইয়ার (ব্যাডমিন্টন র্যা কেট) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১৮ নম্বর ওয়ার্ড ॥ শীতলক্ষ্যা, মাছুয়া বাজার, নিতাইগঞ্জ ও নলুয়া এলাকা নিয়ে ১৮নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৩ হাজার ২শ’ ৮ জন। এখানে প্রার্থী রয়েছেন ৬ জন। এরা হলো- খলিলুর রহমান (লাটিম), মোঃ কবির হোসাইন (ঠেলাগাড়ি), মোঃ কামরুল হাসান মুন্না (ঘুড়ি), মোঃ মকসুদুর রহমান (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ শাকিল হোসেন (ঝুড়ি), মোঃ হান্নান মিয়া (টিফিন ক্যারিয়ার)। এদের মধ্যে মোঃ কামরুল হাসান মুন্না (ঘুড়ি), মোঃ কবির হোসাইন (ঠেলাগাড়ি) ও মোঃ হান্নান মিয়ার (টিফিন ক্যারিয়া) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বীতা হতে পারে। ১৯ নম্বর ওয়ার্ড ॥ মদনগঞ্জ ও লক্ষ্যার চর এলাকা নিয়ে ১৯নং ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯ হাজার ৯শ’ ৮০ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৩ প্রার্থী রয়েছেন। এরা হলো- ফয়সাল মোহাম্মদ সাগর (করাত), মোঃ আলমগীর হোসেন (ঘুড়ি) ও মোঃ মোখলেছুর রহমান চৌধুরী (লাটিম)। এদের মধ্যে ফয়সাল মোহাম্মদ সাগর (করাত) ও মোঃ মোখলেছুর রহমান চৌধুরীর (লাটিম) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২০ নম্বর ওয়ার্ড ॥ মাহমুদনগর ও সোনাকান্দা এলাকা নিয়ে ২০নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৩ হাজার ৮শ’ ৫৫ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৫ জন প্রার্থী রয়েছেন। এরা হলো- গোলাম নবী মুরাদ (লাটিম), জাহাঙ্গীর (ঠেলাগাড়ি), মোঃ হাছান মাসুম মিয়া (রেডিও), শাহেন শাহ আহমেদ (করাত), সহিদুল হাসান মৃধা (ঘুড়ি)। ২১ নম্বর ওয়ার্ড ॥ চৌধুরীপাড়া, বাবুপাড়া ও নোয়াদ্দা এলাকা নিয়ে ২১নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১২ হাজার ২শ’ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৫ প্রার্থী রয়েছেন। এরা হলো- মোঃ আজিজুল হক (লাটিম), মোঃ নুর হোসেন (ঠেলাগাড়ি), মোঃ শাহীন মিয়া (ঘুড়ি), মোঃ হান্নান সরকার (রেডিও), রমজান হোসেন (কাটা চামচ)। এদের মধ্যে হান্নান সরকার (রেডিও) ও মোঃ আজিজুল হকের (লাটিম) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২২ নম্বর ওয়ার্ড॥ রাজবাড়ী, ইলসন রোড ও র্যা ালি আবাসিক এলাকা নিয়ে ২২নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২২ হাজার ৮শ’ ৬৭ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৬ প্রার্থী রয়েছেন। এরা হলো- ইসরাত জাহান খান (ঝুড়ি), কাজী জহিরুল ইসলাম (ঠেলাগাড়ি), আবদুল কুদ্দুস (রেডিও), মোঃ মাসুদ খান (ঘুড়ি), মোঃ শাহ আলম (লাটিম), সুলতান আহমেদ ভূঁইয়া (টিফিন ক্যারিয়ার)। এদের সুলতান আহমেদ ভূঁইয়ার (টিফিন ক্যারিয়ার) ও মোঃ মাসুদ খানের (ঘুড়ি) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২৩ নম্বর ওয়ার্ড॥ নবীগঞ্জ, একরামপুর ও ইস্পাহানি এলাকা নিয়ে ২৩নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২২ হাজার ২শ’ ৪৭ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৩ জন প্রার্থী রয়েছেন। এরা হলো- মোঃ হান্নান (ঘুড়ি), আবুল কাউসার (ঠেলাগাড়ি), সাইফুদ্দিন আহম্মেদ (লাটিম)। এদের মধ্যে আবুল কাউসার (ঠেলাগাড়ি) ও সাইফুদ্দিন আহম্মেদের (লাটিম) মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২৪ নম্বর ওয়ার্ড ॥ চৌরাপাড়া, দেউলি, নবীগঞ্জের একাংশ, কাইতাখালি ও আমিরাবাদ এলাকা নিয়ে ২৪নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৪ হাজার ৫শ’ ৩০ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী রয়েছেন। এরা হলো- আব্দুস ছাত্তার (লাটিম), মোঃ খোকন (ঝুড়ি), মোঃ আফজাল হোসেন (ঘুড়ি), মোঃ আমজাদ হোসেন (ঠেলাগাড়ি), মোঃ আশ্রাফুল ইসলাম (এয়ার কন্ডিশনার), মোঃ উজ্জ্বল হোসেন (ব্যাডমিন্টন র্যা কেট)। এদের মধ্যে মোঃ আফজাল হোসেনের (ঘুড়ি) ও আব্দুস ছাত্তারের (লাটিম) মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২৫ নম্বর ওয়ার্ড ॥ উত্তর লক্ষণখোলা ও দক্ষিণ লক্ষণখোলা এলাকা নিয়ে ২৫নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০ হাজার ১শ’ ৭২ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৫ প্রার্থী রয়েছেন। এরা হলো- মোশারফ হোসেন (ঘুড়ি), মোঃ বেলায়েত হোসেন (টিফিন ক্যারিয়ার), মোঃ এনায়েত হোসেন (ঠেলাগাড়ি), মোঃ সাইদুর রহমান লিটন (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ সামছুল আলম (লাটিম)। এদের মধ্যে এনায়েত হোসেনের (ঠেলাগাড়ি), মোশারফ হোসেন (ঘুড়ি) ও মোঃ সাইদুর রহমান লিটনের (ব্যাডমিন্টন র্যা কেট) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২৬ নম্বর ওয়ার্ড ॥ ঢাকেশ্বরী ও রামনগর এলাকা নিয়ে ২৬নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ৪শ’ ৪৩ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৭ প্রার্থী রয়েছেন। এরা হলো- মোঃ সুমন রহমান (ব্যাডমিন্টন র্যা কেট), মোঃ আক্তার হোসেন (ট্রাক্টর), মোঃ আনোয়ার হোসেন (টিফিন ক্যারিয়ার), মোঃ আলী হোসেন (লাটিম), মোঃ ইলিয়াস (করাত), মোঃ মোজাম্মেল হক (ঠেলাগাড়ি) ও মোঃ সামছুজ্জোহা (ঘুড়ি)। এদের মধ্যে মোঃ আনোয়ার হোসেন (টিফিন ক্যারিয়ার) ও মোঃ সামছুজ্জোহার (ঘুড়ি) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২৭ নম্বর ওয়ার্ড ॥ মদনপুর, মুরাদপুর, কুড়িপাড়া ও পশ্চিম ফুলহর এলাক নিয়ে ২৭নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০ হাজার ১শ’ ৭২ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৫ প্রার্থী রয়েছেন। এরা হলো- আলমগীর মিয়া (ঘুড়ি), আসাদুজ্জামান বাদল (ঠেলাগাড়ি), ফারুক (টিফিন ক্যারিয়ার), মোঃ ফারুক (রেডিও), মোঃ সিরাজুল ইসলাম (লাটিম)। এদের মধ্যে মোঃ সিরাজুল ইসলাম (লাটিম) ও আসাদুজ্জামান বাদলের (ঠেলাগাড়ি) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ১, ২, ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৬ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এরা হলো- আসুরা বেগম (চশমা), চম্পা ভূঁইয়া (আনারস), জিয়াসমিন আক্তার জুথি (স্টিল আলমারী), নাজমা বেগম (মোবাইল), মাকসুদা মোজাফফর (গ্লাস), শামীম আরা লাভলী (বই)। এদের মধ্যে মাকসুদা মোজাফফর (গ্লাস) ও শামীম আরা লাভলীর (বই) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৪ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- জান্নাতুল ফেরদৌস নীলা (বই), মনোয়ারা বেগম (মোবাইল ফোন), মোসাঃ ডলি আক্তার (চশমা) ও মোসাঃ সুমি বেগম (আনারস)। এদের মধ্যে মনোয়ারা বেগম (মোবাইল ফোন) ও জান্নাতুল ফেরদৌস নীলার (বই) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৬ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- জাহানারা হাকিম (গ্লাস), তাসনুভা নওরীন ইসলাম (বই), মিতু রহমান (জীপ গাড়ি), মোসাম্মৎ আয়েশা আক্তার (চশমা), রেহানা পারভিন (আনারস), শারমিন শাকিল মেঘলা (মোবাইল ফোন)। এদের মধ্যে মোসাম্মৎ আয়েশা আক্তার (চশমা) ও রেহানা পারভিনের (আনারস) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১০, ১১, ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৩ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- মিনোয়ারা বেগম (মোবাইল ফোন), মোসাঃ নূপুর বেগম (আনারস) ও মৌসুমী ভুঁইয়া (চশমা)। এদের মধ্যে মিনোয়ারা বেগম (মোবাইল ফোন) ও মোসাঃ নূপুর বেগমের (আনারস) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১৩, ১৪, ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ২ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- পপি রানী সরকার (মোবাইল ফোন) ও শারমীন (বই)। দু’জনেই মূল প্রতিদ্বন্দ্বী। ১৬, ১৭, ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৩ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- আফসানা আফরোজ (আনারস), খোদেজা খানম নাসরিন (হেলিকপ্টার) ও সানজিদা আহমেদ জুয়েলী (বই)। এদের মধ্যে আফসানা আফরোজ (আনারস) ও খোদেজা খানম নাসরিনের (হেলিকপ্টার) প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ১৯, ২০, ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৪ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- নুরুন্নাহার বেগম (আনারস), মায়ানুর আহমেদ (চশমা), মোসাঃ শারমিন ইসলাম (মোবাইল ফোন) ও শিউলী নওশাদ (বই)। এদের মধ্যে শিউলী নওশাদ (বই) ও নুরুন্নাহার বেগম (আনারস) মুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২২, ২৩, ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৩ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- ডলি বেগম (আনারস), শাওন অঙ্কন (বই) ও শাহানাজ আক্তার ভূঁইয়া (জিপ গাড়ি)। এদের মধ্যে শাওন অঙ্কনের (বই) ও শাহানাজ আক্তার ভূঁইয়ার (জিপ গাড়ি) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ২৫, ২৬, ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড ॥ এ ওয়ার্ডে ৩ নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে। এরা হলো- শাহী ইফাৎ জাহান (বই), সানিয়া আক্তার (আনারস) ও হোসনে আরা (চশমা)। এদের মধ্যে হোসনে আরা (চশমা) ও সানিয়া আক্তার (আনারস) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

×