ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পরবর্তী যুক্তিতর্ক ৯ থেকে ১২ জানুয়ারি

প্রকাশিত: ২৩:৪৩, ৮ ডিসেম্বর ২০২১

পরবর্তী যুক্তিতর্ক ৯ থেকে ১২ জানুয়ারি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার নবম দফার দ্বিতীয় দিনে মামলায় এজাহারভুক্ত আসামি এসআই নন্দদুলাল রক্ষিত আত্মপক্ষ সমর্থন করে সাফাই সাক্ষী হিসেবে লিখিত বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইসমাইলের আদালতে আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়। সূত্র জানায়, সোমবার আদালতে ৩৪২ ধারা মতে ১৪ জন আসামির সাফাই সাক্ষী বা লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছিল। ১৫ আসামির মধ্যে একজন এসআই নন্দদুলাল রক্ষিতকে মঙ্গলবার তার বক্তব্যসহ সাফাই স্বাক্ষ্য নেয়া হয়। এর আগে বরাবরের মতো টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগার থেকে আদালতে আনা হয়েছে। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মেজর সিনহা হত্যা মামলার বিচার কাজের নবম দফার কার্যক্রম সম্পন্ন হয়েছে। যুক্তিতর্কের জন্য পরবর্তী ধার্য তারিখ হচ্ছে- ২০২২ সালের ৯ থেকে ১২ জানুয়ারি।
×