ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঢামেকের সামনে ময়লার স্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:৩৭, ৫ ডিসেম্বর ২০২১

ঢামেকের সামনে ময়লার স্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। এদিকে কামরাঙ্গীরচরে কামরাঙ্গা পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের অফিসের সামনের ফুটপাতের ময়লার স্তুপ থেকে অজ্ঞাত ৮ মাস বয়সী এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রয়েল জিয়া জানান, আমরা ৯৯৯-এ খবর পেয়ে জরুরি বিভাগের পাশের মসজিদের ময়লার স্তুপ থেকে বাজারের ব্যাগের ভেতর থেকে মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। এসআই রয়েল জিয়া জানান, কে বা কারা নবজাতকটিকে ওই ময়লার স্তুপে ফেলে রেখে গেছে। আশপাশের লোকজনের কাছে জানতে চেয়েও কোন তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু ॥ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় কামরাঙ্গা পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে শফিউল্লাহ পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের চাচাত ভাই মিজান জানান, শনিবার সকালে শফিউল্লাহ স্থানীয় নার্সারি গলির নিজের এক তলার বাসার ছাদে যান। সেখানে গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মোঃ ছাবেদ আলী ওরফে ফারুক (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান জানান, শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ছাবেদ একজন পেশাদার মাদককারবারি। তিনি বেশ কিছুদিন ধরেই যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
×