ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ২৩:০৩, ২২ সেপ্টেম্বর ২০২১

কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ব্যাংক গ্যারান্টির সিকিউরিটির টাকা আত্মসাতসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে নীলফামারীর স্ট্যান্ডার্ড ব্যাংক ও পূবালী ব্যাংকের দুইটি শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে। মঙ্গলবার এমন একটি গোপন তথ্য ফাঁস হয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়। ফাঁস হওয়া তথ্য মতে, ২০১৬-২০১৭ ও ২০১৮-২০১৯ অর্থবছরের এসব অনিয়ম করা হয়। এরমধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক চার বছর আর পূবালী ব্যাংকে ঘটেছে তিন বছর ধরে টাকা আত্মসাতের এমন ঘটনা। অভিযোগ মতে, এই অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব হারিয়েছে সরকার। সেই সঙ্গে উদ্যোক্তা ও উন্নয়ন কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সর্বশান্ত হয়েছে। মঙ্গলবার নীলফামারী চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ঠিকাদার মোফাক্কারুল হোসেন মামুন এ ব্যাপারে জানান, আমি দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি। তিনি সুষ্ঠুু তদন্ত দাবি করে জানান, নীলফামারী স্ট্যান্ডার্ড ব্যাংক ও পূবালী ব্যাংক দুইটির ব্যবস্থাপকদ্বয়ের সঙ্গে স্থানীয় বেশকিছু প্রভাবশালী এ ঘটনার সঙ্গে জড়িত। একাধিক সূত্র জানিয়েছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক মোস্তফা জামান ভুয়া ব্যাংক গ্যারান্টি, নন এমআইআর পে-অর্ডার ব্যবহার করে ত্রাণ মন্ত্রণালয় ও এলজিইডির বাস্তবায়ন কাজে পারফরমেন্স সিকিউরিটি (পিজি) ও (বিজি) বিট সিকিউরিটির প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এতে রাজস্ব হারিয়েছে সরকার। মুনাফা থেকে বঞ্চিত হয়েছে ব্যাংক এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পথে বসেছেন বেশ কয়েকজন ঠিকাদাররা। শুধু স্ট্যান্ডার্ড ব্যাংকই নয়, চক্রটি বড় পরিসরে মাঠে নামে ব্যাংক ও স্থানীয় বেশকিছু ঠিকাদারকে সর্বশান্ত করতে। তাদের চোখ পড়ে পূবালী ব্যাংক নীলফামারী শাখার ওপর। এই শাখার ব্যবস্থাপক (বর্তমানে সৈয়দপুর শাখায় কর্মরত) রবিউল ইসলামের সময়কালে নানাভাবে মোফাক্কারুল হোসেন মামুন তার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় চার কোটি টাকা। এতে মানসিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছেন তিনি। এসব বিষয় নিয়ে পূবালী ব্যাংকের আঞ্চলিক শাখায় লিখিত অভিযোগ করলে রবিউল ইসলামের সব অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ব্যাংকের ডিজিএম কামরুজ্জামান একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত তার সব ধরনের অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিললেও ব্যবস্থাপক রবিউল ইসলাম নীলফামারী শাখায় চার বছর সম্পন্ন করে সৈয়দপুর শাখায় ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন বহাল তবিয়তে।
×