ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০০:৫৮, ১৪ জুন ২০২১

মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ, কাজিপুর, পাবনাসহ দেশের বিভিন্নস্থানে আলোচনা সভা, শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, গরিবদের মাঝে তবারক, হুইল চেয়ার বিতরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বনানী কবরস্থানে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মোহাম্মদ নাসিমের ছোট ছেলে তন্ময় মনসুরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ নাসিমের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ভার্চুয়ালি স্মরণসভার আয়োজন করে। সিরাজগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, সিরাজগঞ্জে হাজার হাজার কমী-সমর্থকদের শ্রদ্ধা ও অশ্রুসিক্ত ভালবাসায় বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কাজিপুর উপজেলা পরিষদ মাঠে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় আবেগাপ্লুত কণ্ঠে মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে এখানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। জেলার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র আবদুর রউফ মুক্তা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, জননেতা মোহাম্মদ নাসিম ছিলেন একজন লড়াকু সৈনিক। গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন সাহসী নেতা। মোহাম্মদ নাসিম ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহযোদ্ধা। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
×