ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনে করছেন টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

নিউজিল্যান্ডে কোনকিছুই সহজ হবে না

প্রকাশিত: ০০:৪৩, ৯ মার্চ ২০২১

নিউজিল্যান্ডে কোনকিছুই সহজ হবে না

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের মাটিতে বাইরের কোন দল গিয়ে খেলে সহজেই জিতে যাবে তা ভাবাই যায় না। হারই যেন হয় নিয়তি। সিরিজ জয় তো দূরের কথা, ম্যাচ জেতাই কঠিন হয়ে পড়ে। সম্প্রতি অস্ট্রেলিয়াকেও যেভাবে হারাল নিউজিল্যান্ড তাতেই প্রমাণ মিলে। বাংলাদেশ তো আবার কখনই নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন ফরমেটেই একটি ম্যাচও জিততে পারেনি। এবার কী হবে? বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করছেন, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জন্য কোনকিছুই সহজ হবে না। তিনি বলেছেন, ‘আমাদের জন্য কোনকিছুই এত সহজ হবে না।’ এরপরও আশা ছাড়ছেন না মাহমুদুল্লাহ, ‘সবাই জানি যে, নিউজিল্যান্ডের কন্ডিশনটা সবসময়ই চ্যালেঞ্জিং এবং সবমিলিয়ে আমার মনে হয় দল হিসেবে আমাদের ভাল পারফর্ম করতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই।’ নিউজিল্যান্ডকে হারাতে হলে সববিভাগেই নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকতে হবে। কোন এক বিভাগে এগিয়ে থাকলে চলবে না। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড অনেক শক্তিশালী দল। এরআগে বাংলাদেশ তা খুব ভাল করেই জানে। নিউজিল্যান্ডের মাটিতে এরআগে ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৯টি টেস্ট খেলে সবকটিতে হার হয়েছে। ২০০৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। সেই থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলে ১৩টিতেই হার হয়েছে। আর ২০১০ সাল থেকে চারটি টি২০ খেলে সবকটিই হেরেছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের মাটিতে দুই বছর পর ওয়ানডে ও চার বছর পর টি২০ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ খেলা শুরু হবে বাংলাদেশের। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে হওয়ার পর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি২০, ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় টি২০ ও ১ এপ্রিল অকল্যান্ডে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ খেলবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও ক্রিকেটে ফিরে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ড। এমন এক দলের বিরুদ্ধে খেলা কঠিনই হওয়ার কথা। নিউজিল্যান্ডকে ঠেকাতে হলে পিছনের কিছু না ভেবে শুধু সামনে এগিয়ে যাওয়ার ভাবনা নিয়েই খেলতে হবে। আক্রমণাত্মক মানসিকতায় খেলতে হবে। এমনটিই মনে করেন মাহমুদুল্লাহ। তিনি বলেছেন, ‘হয়তোবা নিউজিল্যান্ড দল এখন খুব ভাল ফর্মে আছে। তারা টি২০সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এ জিনিসগুলো মাথায় না এনে বরং আমরা আমাদের শক্তির এবং দুর্বল বিষয়গুলোর দিকে ফোকাস করতে পারি তাহলে আমাদের খেলার জন্যও ভাল হবে এবং আমি মনে করি আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে আমরা ভাল করব।’ নিউজিল্যান্ডের উইকেট বরাবরই স্পোর্টিং। যে কারণে বোলারদের জন্য, বিশেষ করে স্পিনারদের জন্য তুলনামূলক কম সুবিধা থাকে। তবে নিজেদের লাইন-লেন্থ ঠিক রেখে পরিকল্পনা কার্যকর করতে পারলে অবশ্যই ভাল কিছু করা সম্ভব। মাহমুদুল্লাহ এ নিয়ে বলেছেন, ‘বোলারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং আমার মতে ওদের কার্যকর লেভেলপটা কোন জায়গায় আছে ওটা নিশ্চিত করা। তাদের মানসিকতা কেমন তা নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে লেন্থের বিষয়টা খুবই জরুরী। লেন্থে একটু বেখেয়াল হলেই বাউন্ডারি অপশনগুলো বেড়ে যায়। তো এ জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা সহজে বাউন্ডারি অপশন না দেই এবং ঠিক লাইন-লেন্থ ধারাবাহিকভাবে কার্যকর করতে পারি তা ফোকাস রাখতে হবে।’ বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড সফরটা আসলেই কঠিন। কোনকিছুই সহজ হওয়ার কথা না। আবার নেই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে কারণে আরও বেশি কঠিন হয়ে পড়ছে।
×