ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষের নামে প্রতারণা ॥ গ্রেফতার প্রতারক জাহিদুর

প্রকাশিত: ২৩:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১

মুজিববর্ষের নামে প্রতারণা ॥ গ্রেফতার প্রতারক জাহিদুর

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষের নামে প্রতারণার দায়ে নিজেই নিজেকে ‘বনবন্ধু’ উপাধি দেয়া জাহিদুর রহমান ইকবাল নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার কাওরানবাজারের শাহআলী ভবন থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এমন তথ্যের সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মোঃ সালাহউদ্দীন মিয়া জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ জানান, গ্রেফতারকৃত জাহিদ নিজের ব্যবহৃত গাড়ির চারপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী সম্বলিত ছবি লাগিয়ে রাখত। মুজিববর্ষ উদ্যাপনের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল। মুজিববর্ষের লোগো, প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে প্রায় ৪০ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অনুদান চেয়ে চিঠি পাঠিয়েছে। মুজিবর্ষে গাছ লাগানোর কথা বলে অভিনব পন্থায় বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। নিজেকে কনসালটেন্ট গ্রুপ লিমিটেড, এসএমই কনসালটেন্ট লিমিটেড, ইইএফ কনসালটেন্ট লিমিটেড নামে তিনটি কোম্পানির চেয়ারম্যান এবং সিইও হিসেবে দাবি করত। তবে এসব কোম্পানির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এভাবেই প্রায় ৩০ বছর ধরে প্রতারণা করে আসছিল। ব্যাংক লোন পাইয়ে দেয়া, বেসরকারী বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজের অনুমোদনসহ নানা ধরনের কনসালটেন্সির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
×