ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বিপিএল ফুটবল লীগের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

প্রকাশিত: ০০:২৯, ২৮ জানুয়ারি ২০২১

টঙ্গীতে বিপিএল ফুটবল লীগের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৭ জানুয়ারি ॥ বুধবার থেকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত (বিপিএল) প্রিমিয়ার লীগ ফুটবল খেলা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। প্রিমিয়ার লীগের প্রথম দিনের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ঢাকা উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। গাজীপুরে এই প্রথম উৎসবমুখর পরিবেশে (বিপিএল) ফুটবললীগ খেলা অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়াবিদ ও বিভিন্ন স্তরের মানুষ টঙ্গী আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম জড়ো হয়ে খেলাটি উপভোগ করেন। আগামী জুলাই মাসে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ আসর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে বিপিএল ফুটবল লীগের খেলায় উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদী এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সদস্য নূরুল ইসলাম কাউন্সিলর গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বাংলদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম প্রমুখ।
×