ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিনে ইঞ্জিন নৌকা ডুবির ঘটনায় চার মৃতদেহ ও ১৩জন জীবিত উদ্ধার

প্রকাশিত: ২৩:৩৮, ২৪ জানুয়ারি ২০২১

সেন্টমার্টিনে ইঞ্জিন নৌকা ডুবির ঘটনায় চার মৃতদেহ ও ১৩জন জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিন থেকে ৩২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। এ ঘটনায় আরও ৯ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ২৬ মাঝিসহ এফবি ‘জানযাবিল সোমকেন’ নামে একটি মাছ ধরার ইঞ্জিচালিত নৌকা ডুবে যায়। সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে ভাসমান চারটি মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
×