ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টকে জানানো হয়েছে

পিকে হালদারের সহযোগী ৮৩ ব্যক্তির এ্যাকাউন্ট ফ্রিজ আছে

প্রকাশিত: ২৩:০৮, ২১ জানুয়ারি ২০২১

পিকে হালদারের সহযোগী ৮৩ ব্যক্তির এ্যাকাউন্ট ফ্রিজ আছে

স্টাফ রিপোর্টার ॥ পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদার) সহযোগী সন্দেহজনক ৮৩ ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্ট ফ্রিজ আছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থ পাচারের সঙ্গে জড়িত ৮৩ সহযোগী এবং ৪৩টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। আজ এ বিষয়ে আদেশ প্রদান করা হবে। একইসঙ্গে ওই তালিকায় সাবেক সচিব এনআই খানের নাম ভুলভাবে যুক্ত হয়েছে বলে দাখিল করা বাংলাদেশ ব্যাংকের আবেদনের ওপরও আজ আদেশ প্রদান করবে । এদিকে ২০১৩-২০১৪ সালে জাতীয়করণ হওয়া দেশের ৪৮ হাজার ৭ শ’ ২০ জন শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের চিঠি বিষয়ে আনা রিট তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। অন্যদিকে নারায়ণগঞ্জে ‘নিহত’ স্কুলছাত্রী জীবিত ফেরত আসার ঘটনায় হাইকোর্টের দাখিল করা রিট আবেদনের ওপর শুনানি আবারও পিছিয়েছে। হাইকোর্ট আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে।
×