ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সামনে আরও বড় মহামারী আসতে পারে ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ২২:৪২, ৩০ ডিসেম্বর ২০২০

সামনে আরও বড় মহামারী আসতে পারে ॥ ডব্লিউএইচও

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে বর্তমান করোনা মহামারীর মারাত্মক প্রভাব পড়েছে। করোনার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও সতর্ক করে জানিয়েছে, এটিই শেষ নয়, সামনে আরও বড় মহামারী আসতে পারে। এজন্য বিশ্বকে সেটা মোকাবেলায় প্রস্তুতির ব্যাপারে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিশ্বে করোনা মহামারীতে এখন পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছে আট কোটিরও বেশি। খবর বিবিসি ও রয়টার্সের। চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জাতিসংঘের এ সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে সংস্থাটির জরুরী বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, বর্তমান মহামারী একটি সতর্কবার্তা। তিনি স্বীকার করেন, এই মহামারী খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াচে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসের মৃত্যুহার যুক্তিসঙ্গতভাবে কম। রায়ান বলেন, ভবিষ্যতে আরও মারাত্মক পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন। ডব্লিউএইচওর সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, করোনা সঙ্কট মোকাবেলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারীকে দূরে রাখতে এই অগ্রগতি এখনও অনেক সামান্য।
×