ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৬ নির্দেশনা

প্রকাশিত: ২৩:০৫, ১৫ ডিসেম্বর ২০২০

করোনা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৬ নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ শীত মৌসুমে কোভিড-১৯ মোকাবেলায় প্রয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এ প্রতিষ্ঠানটি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোকে ছয় দফা নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। এদিকে চার হাজারের বেশি জনবল নিয়োগে প্রতারকদের তৎপতার বিষয়ে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি জারি করেছে মাউশি। সোমবার এসব বিষয়ে পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করোনার বিষয়ে মাউশির সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারী- বেসরকারী কলেজের অধ্যক্ষ, সরকারী-বেসরকারী স্কুলের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠির অনুলিপি দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য সকল প্রতিষ্ঠানে প্রচার কার্যক্রম গ্রহণ করতে হবে। কর্মস্থলে সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। যেকোন কার্যক্রমে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সর্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে কোভিড-১৯ মোকাবেলায় উর্ধতন/অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করতে হবে। সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ছাড়া সরাসরি অফিসে না গিয়ে ডাকযোগে অথবা অনলাইনে কাজ সম্পাদন করবেন।
×