ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিয়োগ নিষেধাজ্ঞায় অচল নোবিপ্রবি ॥ প্রত্যাহার দাবি

প্রকাশিত: ২২:২৮, ১৪ ডিসেম্বর ২০২০

নিয়োগ নিষেধাজ্ঞায় অচল নোবিপ্রবি ॥ প্রত্যাহার দাবি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৩ ডিসেম্বর ॥ মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞায় অচল নোবিপ্রবি। নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নোবিপ্রবিতে চলমান কর্মসূচী অব্যাহত রয়েছে। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সাবেক উপাচার্যের অনিয়ম দুর্নীতির অভিযোগে গত ১৯ মাস যাবত শিক্ষা মন্ত্রণালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগে নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত ৬০ শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ীকরণ বন্ধ রয়েছে। ইতোমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকগণও ইতোমধ্যে পদোন্নতি পেয়ে গেছেন। ফলে শিক্ষকদের মাঝে এক ধরনের বৈষম্য দেখা দিয়েছে। নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. দিদারুল আলম শনিবার জানান, দীর্ঘদিন ধরে ইউজিসিতে যোগাযোগ করলেও তারা এই নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কালক্ষেপণ করছে। কিন্তু অদ্যাবধি ইউজিসি এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ না করায় নিয়োগ কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে পড়েছে। নোবিপ্রবিতে গত ১৯ মাস যাবত সকল ধরনের নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে নিষেধাজ্ঞা বিষয়ে বারংবার আলোচনা করলেও কোন সুফল মেলেনি বরং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের জন্য ইউজিসি থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফল এলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাবে। এদিকে শিক্ষকের অভাবে কোন কোন বিভাগ বন্ধের উপক্রমসহ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
×