ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সারাদেশে স্থানীয় প্রশাসনের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ

প্রকাশিত: ২১:১৫, ১৩ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। এসব সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর সম্মান রক্ষার শপথ নেন এবং ভাংচুরে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। খবর স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। খুলনা ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগান নিয়ে শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে খুলনায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন হয়েছে। নগরীর শহীদ হাদিস পার্কে খুলনায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, খুলনা জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী, খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ জেলা ও বিভাগীয় দফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁও কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে ‘জাতির পিতার সম্মান রাখবো অম্লান’- এ সেøাগানকে সামনে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামাল হোসেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক। নারায়ণগঞ্জ ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জ সরকারী কর্মকর্তা ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর শায়েস্তা খান সড়কের সরকারী পাবলিক লাইব্রেরি মিলনায়তনের এই সমাবেশ অুনষ্ঠিত হয়। জাতির পিতার সম্মান রাখিব অম্লান এই স্লোগানকে সামনে নিয়ে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মোশারফ হোসেনসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা। লক্ষ্মীপুর বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় শনিবার জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক স্মরণ সভা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন জেলা শাখা সভাপতি রাহিবুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজুদৌলা, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর করিম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রসেনজিৎ কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুজ্জামান ভূঁইয়া। গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও দায়ীদের শাস্তি দাবিতে শনিবার গাজীপুরে পৃথক প্রতিবাদ সভা, মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ করেছে গাজীপুরের জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এবং গাজীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার সকালে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্য সামনে রেখে শহরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিরোধমূলক এ সমাবেশে জেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান প্রমুখ। কুড়িগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও আলোচনাসভার আয়োজন করে। শনিবার সকালে কুড়িগ্রাম কলেজ মোড়ে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, নারী ও শিশু জজ অম্লান কুসুম বিষ্ণু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সুজাউদ্দৌলা প্রমুখ। সিরাজগঞ্জ ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার সকালে সিরাজগঞ্জে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি শহরের চেম্বার ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। এতে সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য। আরও বক্তব্য দেন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী সেখ, আইনজীবী আব্দুর রউফ পান্না, চেম্বার পরিচালক রাশেদ ইউসুফ জুয়েল, পরিচালক গোলাম মোস্তফা তালুকদার প্রমুখ। ঝালকাঠি ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং উগ্র মৌলবাদ প্রতিরোধের ঝালকাঠিতে সিভিল সার্ভিস ও জুডিসিয়াল সার্ভিসে সরকারী কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। মাদারীপুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মাদারীপুরে প্রতিবাদ সভা করেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন পুলিশ প্রশাসন, শিক্ষক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী- পেশার মানুষ। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই সেøাগান দিয়ে সভায় বক্তারা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তিকে উপাসনা করা হয়। আর কোন ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। মানিকগঞ্জ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা প্রতিরোধে মানিকগঞ্জে গণকর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জেলা প্রশাসনের আয়োজনে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দীকা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল আমিন আখন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে জেলার সকল পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ‘জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান’ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান প্রমুখ। সাতক্ষীরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সাতক্ষীরায় প্রশাসন ক্যাডার আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের খুলনার রোড মোড়ে বঙ্গবন্ধু কর্নারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ প্রশাসন ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বিভিন্ন স্থানে এসব কর্মসূচী পালিত হয়। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্য নিয়ে বেলা ১১টায় স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরাম, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এতে বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। বগুড়া ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এই সেøাগানে শনিবার বগুড়ায় জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ঘৃণ্য ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। জেলা প্রশাসন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এতে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ নরেশচন্দ্র সরকার, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী প্রমুখ। বরিশাল ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশাল বিভাগে একযোগে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় একযোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে বিভাগীয় এবং জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী। ‘জাতির পিতার সম্মান, রাখবো আমরা অম্লান’ সেøাগান নিয়ে বরিশাল বিভাগ ও জেলার সকল কর্মকর্র্তা-কর্মচারীর আয়োজনে নগরীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মোঃ মহসিনুল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ। পঞ্চগড় ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতির পিতার প্রতি সম্মান জানিয়ে ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননা করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় সরকারী অডিটরিয়াম মিলনায়তনে পঞ্চগড় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেসী প্রমুখ। নীলফামারী কুষ্টিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য় ভাংচুরের প্রতিবাদে নীলফামারীতে প্রতিবাদ সভা করেছে জেলা পর্য়ায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার প্রমুখ। বক্তারা জাতীর জনকের ভাস্কর্য় ভাংচুরের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যশোর সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শনিবার দুপুরে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরাল, দড়াটানা ও প্রেসক্লাবের সামনে এসব মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম, এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশিষ ডিকস্তা প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরাম। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এই সেøাগানকে সামনে রেখে শনিবার সকালে স্থানীয় ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহসহ জেলার সরকারী দফতরের প্রধানগণ। টাঙ্গাইল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে টাঙ্গাইল জেলার সকল পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমাবেশ করেছে। শনিবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। নরসিংদী ভাস্কর্য ভাঙ্গা ও জঙ্গীবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন ও র‌্যালি করেছে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্টেন্ট এ্যাসোসিয়েশন জেলা শাখা। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার কয়েক শ’ স্বাস্থ্য পরির্দশক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নেত্রকোনা ভাস্কর্য ভাঙ্গা ও বিরোধিতার প্রতিবাদে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আলোচনা সভা হয়েছে। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’-স্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন: নেত্রকোনা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নেত্রকোনা সরকারী কলেজের উপাধ্যক্ষ আবদুল মতিন ভুঁইয়া, পুলিশ সুপার আকবর আলী মুন্সী প্রমুখ। নড়াইল বঙ্গবন্ধুর ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদে নড়াইলে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে সরকারী কর্মকর্তা ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মশিউর রহমান বাবুসহ জেলার বিসিএস কর্মকর্তাগণ। মুন্সীগঞ্জ ‘বঙ্গবন্ধুর সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে মুন্সীগঞ্জে শনিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল) মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাস চন্দ্র হীরা প্রমুখ। ঝিনাইদহ ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সেসময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী, অতিরিক্ত জেলা জজ এমজি আজম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাঃ হাসানুজ্জামান, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। কুমিল্লা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। কুমিল্লা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি, এফবিসিসিআই পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান-সিআইপি, সহ-সভাপতি ইফতেখার খান প্রমুখ। ভোলা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভোলায় মৌন প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে বাংলাস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ভাষাণি মঞ্চে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম প্রমুখ। বাগেরহাট নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মুক্তিযোদ্ধা ও সরকারী কর্মকর্তাদের মানববন্ধন-সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলায় কর্মরত সরকারী কর্মকর্তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ গাজী রহমান, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ। শেরপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদ জানিয়েছেন শেরপুরের সকল স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং) আব্দুল্লাহ আল মাহমুদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ।
×