ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ২৩:২৬, ৯ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ টাঙ্গাইলের ঘারিন্দায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনের বাড়ি পটুয়াখালীর বাউফলে। এছাড়া নোয়াখালীতে অটোরিক্সা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক এবং দিনাজপুরের নবাবগঞ্জে কয়লাবাহী ট্রাক ও ধান মাড়াই মেশিনের মধ্যে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল জলিল বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সবজিভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে একটি পিকআপ প্রিন্টিং মেশিন নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঘারিন্দা এলাকায় পৌঁছলে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রিন্টিং মেশিনের নিচে চাপা পড়ে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন তিনজন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের চালককে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, প্রিন্টিং মেশিনের সঙ্গেই পিকআপের মধ্যে চার শ্রমিক ঘুমিয়েছিল। নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নে। নিহত চারজনের নাম রিয়াজ আকন (২৬), নজরুল মোল্লা (২৩), সোবাহান হাওলাদার (২৩), বাবুল মৃধা (৩৪) ও বুলবুল। রুহুল আমিন নামে বাউফলের স্থানীয় এক ব্যক্তি জানান, নিহত প্রত্যেকেই দীর্ঘদিন যাবত ঢাকার ধোলাইখাল এলাকায় মেশিনারি ট্রান্সপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।
×