ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চিনিকল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২৩:২৮, ৮ ডিসেম্বর ২০২০

চিনিকল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৭ ডিসেম্বর ॥ চিনিকল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফেডারেশন কর্তৃক ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি চিনিকল চত্বরে ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত লাগাতার কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী শুরু হয়েছে। কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ গ্রহণ করেন। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করে চিনিকল ডিস্টিলারির প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও দর্শনা শহরে বিক্ষোভ মিছিল করেন। কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সহসভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শ্রমিক নেতা মনিরুল ইসলাম প্রিন্স, ফিরোজ আহামেদ সবুজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, লাখ লাখ মানুষের রুটি-রুজির একমাত্র অবলম্বন চিনিকলগুলো এদেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ, যেগুলো এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সুতরাং চিনিকল বন্ধ করার সকল অপতৎপরতা প্রতিহত করা হবে। এরপরও দাবি-দাবা মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পাবনা স্টাফ রিপোর্টার ঈশ^রদী থেকে জানান, ঈশ^রদীর দাশুড়িয়ার পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে সোমবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। পাবনা সুগার মিলের সামনের মহাসড়কে এ কর্মসূচী পালন করা হয় মিলের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে। সময় পুলিশ বাধা দিলে শ্রমিকরা সুগার মিল কর্পোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহার কুশপুতুল দাহ করে। শ্রমিকরা জানান, সনৎ কুমার সাহা শিল্প মন্ত্রণালয়ে৪ সুগার মিল বন্ধের আবেদন জানিয়ে চিঠি পাঠনোর কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। সমাবেশে বক্তারা পাবনা সুগার মিল বন্ধের ষড়যন্ত্র প্রতিহত, বকেয়া বেতনসহ শ্রমিক-কর্মচারীর সকল পাওনাদি অবিলম্বে পরিশোধ, সার এবং কৃষকের আখ বাবদ মূল্য পরিশোধ করাসহ পাবনা চিনি মিলের মাড়াই মৌসুম চালু করার দাবি জানান। এ সময় বক্তব্য দেন পাবনা সুগার মিল শ্রমিক কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ও আব্দুস সালামসহ অন্যরা।
×