ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে থানায় অভিযোগ করায় ফের স্বামী পরিত্যক্তা নারীকে বখাটেদের নির্যাতন

প্রকাশিত: ০০:১০, ৭ ডিসেম্বর ২০২০

নোয়াখালীতে থানায় অভিযোগ করায় ফের স্বামী পরিত্যক্তা নারীকে বখাটেদের নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৬ ডিসেম্বর ॥ সদরের খলিফারহাট বারাহিপুর গ্রামে রাতে ঘরে ঢুকে স্বামী পরিত্যক্তা এক নারীকে (২৮) নির্যাতনের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে ফের সেই নারীকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার শেষ বিকেলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করেছে। ভুক্তভোগী নারী জানান, গত এক মাস আগে স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিনের সমর্থিত মিরাজ, সবুজ, স্বপন ও মিলা রাতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে সে আর্তচিৎকার করলে বখাটেরা তাকে অস্ত্রের ভয় দেখায় এবং তার আট বছরের শিশু কন্যাকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে এসআই নুরনবী ও মিজান ঘটনাস্থল পরিদর্শন করলেও পরবর্তীতে ইউপি সদস্য সালিশের নামে টালবাহানা করে। বৃহস্পতিবার দুপুরে ফের আমাকে প্রকাশ্যে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বর্তমানে আমি বখাটেদের ভয়ে আতঙ্কে রয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে এসআই নুরনবী ও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি সদস্য জহির উদ্দিন জানান, অভিযুক্তরা আমার লোক নয়। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি। সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে। আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
×