ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ২৩:৫১, ৪ ডিসেম্বর ২০২০

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার ॥ দেশজুড়ে অপশক্তির আস্ফালন রুখতে সকল অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার ভাস্কর্য বিতর্কসহ সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ আহ্বান জানান। সকাল ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে মেনন বলেন, একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ধর্মবাদীরা ভাস্কর্যের বিরোধিতা করছে। অগণতান্ত্রিক অপশক্তি সব সময়ই ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। পাকিস্তান আমলে এবং বাংলাদেশ পরবর্তী সময়েও করা হয়েছে। এবারও ধর্ম বিতর্ককে সামনে আনা হয়েছে। বঙ্গবন্ধুসহ সকল ভাস্কর্য বিরোধিতা মুক্তিযুদ্ধের চেতনা, ’৭২-এর সংবিধান, এমনকি বর্তমান সংবিধানের বিরোধী। তাই ধর্মবাদী অপশক্তিকে রুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের অগ্রযাত্রায় সকলকে সোচ্চার কণ্ঠেই প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে হেফাজতে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের যে অবস্থান, তাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল আখ্যা দিয়ে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলেন সাবেক মন্ত্রী মেনন। সম্প্রতি খেলাফত মজলিস, হেফাজতে ইসলামসহ বেশ কিছু ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্ক তোলা হয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মসজিদের নগরীতে কোন ভাস্কর্য নির্মাণ করতে দেয়া হবে না। প্রয়োজনে ভাস্কর্য টেনে হিঁচড়ে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। মৌলবাদী গোষ্ঠীর পক্ষ থেকে সংবিধান ও রাষ্ট্রবিরোধী এমন বক্তব্যের পরই প্রতিবাদে ফুঁসে ওঠেছে দেশের সর্বস্তরের মানুষ। দাবি ওঠেছে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা।
×