ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সরকারের পতন ঘটিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে ॥ মিলন

প্রকাশিত: ১৭:৩১, ২ ডিসেম্বর ২০২০

সরকারের পতন ঘটিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে ॥ মিলন

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পতন ঘটিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘চেতনায় জেট ফোর্স’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুসিয়ারি উচ্চারণ করেন। মিলন বলেন, যে কারণে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার মূলমন্ত্রের মধ্যে আমরা নেই। আজ দেশে ন্যায় বিচার ও গণতন্ত্র নেই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমাদের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনের গ্যাড়াকলে পড়ে তাদের নির্বাচনকে স্বীকৃতি দেয়ার জন্য একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছি এবং মামলা খাচ্ছি। তবে আমরা বিপ্লবী দল নই, আমরা গণতন্ত্রের দল। মিলন বলেন, দেশের এই অবস্থায় ডা. জোবাইদা রহমানের প্রয়োজন। ভারতের ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী, রাজীব গান্ধীর স্ত্রী সোনিয় গান্ধী, ছেলে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা হয়েছেন। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ৩বার প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নামে মিথ্যে মামলা দিয়ে নির্বাসিত করেছে। তাকে দেশে আসতে দিচ্ছে না। আমরা জানি সে দেশে আসলে তাকে মেরে ফেলা হতে পারে। তাই তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দেশে এসে রাজনীতির এই হাল ধরতে পারেন। তার মেয়ে জাইমা রহমান তিনি কি রাজনীতি করতে পারে না? নিশ্চইই পারেন। তবে আমি মনে করি রাজনৈতিক দলকে পুনর্গঠনের জন্য এদেশে এখনই ডা, জাবাইদা রহমানকে আনা প্রয়োজন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, ডা.খন্দকার মারুফ হোসেন প্রমুখ।
×