ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও রিসোর্টের মাটি ভরাটকে হাইকোর্টের অবৈধ ঘোষণা

প্রকাশিত: ১৭:০০, ২ ডিসেম্বর ২০২০

সোনারগাঁও রিসোর্টের মাটি ভরাটকে হাইকোর্টের অবৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার॥ মেঘনা নদীর অংশবিশেষে এক হাজার ৮৬৮ বিঘা জমিতে ৬টি মৌজায় সোনারগাঁও রিসোর্ট সিটি ও তথাকথিত সোনারগাঁও ইকোনোমিক জোন কর্তৃক মাটি ভরাটকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ওই রিসোর্টের মালিকানায় রয়েছেন মো. নূর আলী নামক এক ব্যক্তি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ওই ৬টি মৌজায় (পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চরভবনাথপুর, বাটিবন্ধ এবং রতনপুর) অবস্থিত কৃষিজমি, নিচুভূমি, জলাভূমি, মেঘনা নদীর অংশবিশেষ। সোনারগাঁয়ের ৬টি মৌজায় কৃষি জমি, নিচু জমি ভরাট করে ইউনিক গ্রুপের ইউনিক প্রপার্টিজ ‘সোনারগাঁও রিসোর্ট সিটি’ নির্মাণ সংক্রান্ত বিষয়ে বেলা আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও রাজীক আল জালীলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
×