ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘আমি ও রবীন্দ্রনাথ’ মঞ্চায়ন শুক্রবার

প্রকাশিত: ২৩:১৩, ২৫ নভেম্বর ২০২০

প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘আমি ও রবীন্দ্রনাথ’ মঞ্চায়ন শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালে থমকে যাওয়া সংস্কৃতি ভুবনে সবার আগে সরব হয়েছে নাট্যাঙ্গন। নিবেদিত প্রাণ নাট্যকর্মীদের স্বতঃস্ফূর্ততায় আগস্ট মাস থেকেই রাজধানীতে শুরু হয়েছে নাট্য প্রদর্শনী। স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হচ্ছে এসব প্রদর্শনী। বর্তমানে সপ্তাহের সাতদিন নাট্য মঞ্চায়ন না হলেও প্রতি শুক্র ও শনিবার নাটক দেখার সুযোগ পাচ্ছেন নাট্যপ্রেমীরা। সেই স্রোতধারায় আগামী শুক্রবার মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’। হেমন্তের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই প্রদর্শনী হবে। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এ প্রসঙ্গে নূনা আফরোজ বলেন, আমরা প্রাণের তাগিদে মঞ্চ নাটক করি। মহামারীর শুরু হওয়ার পর পাঁচ মাসের বেশি সময় ধরে স্থবির ছিল নাট্যাঙ্গন। এ সময় মঞ্চশিল্পীদের মাঝে বিরাজ করেছে। তবে সেই হতাশা খুব বেশি দীর্ঘায়িত হয়নি। তাই ভয়কে জয় করে আবার শুরু হয়েছে মঞ্চনাটকের পথচলা। ইতোমধ্যে প্রাঙ্গণেমোরের আওরঙ্গজেবসহ কয়েকটি প্রযোজনার প্রদর্শনী হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে সেসব প্রদর্শনী। পাশাপাশি দর্শকেরও ইতিবাচক সাড়া পেয়েছি। সংখ্যায় খুব বেশি না হলেও যারা নিয়মিত নাটক দেখেন তারা ঠিকই হাজির হচ্ছেন প্রদর্শনীতে। এতে আমরাও অনুপ্রেরণা পাচ্ছি। আশা করছি ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকের প্রদর্শনীতেও কাক্সিক্ষত দর্শকের উপস্থিতি থাকবে। নাটকের ঘটনাপ্রবাহে অথৈ একদিন তার বন্ধুর সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বেড়াতে যায়। কুঠিবাড়ি দেখতে দেখতে এক সময় অথৈ একাই দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। হঠাৎ অথৈয়ের সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি অথৈকে কুঠিবাড়ি ঘুরিয়ে দেখার আহ্বান জানান। অথৈ ভুলে যায় তার বন্ধুসহ পৃথিবীর সবকিছু। সে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে থাকে। অথৈয়ের সামনে পর পর হাজির হয় ২৯ বছর, ৬৯ বছর, ২১ বছর ও ৮০ বছরের ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথ। এই চার বছরের রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথা হয় সেই সময়ের রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন ও তাঁর সৃজনশীলতা নিয়ে। আর রবীন্দ্রনাথের প্রতিটি বয়সের সঙ্গে অথৈও বদলে যেতে থাকে ভিন্ন ভিন্ন চরিত্র ও বয়সে। বিভিন্ন বয়সী রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথপোকথনের মধ্য দিয়ে উঠে এসেছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও তার ব্যক্তিজীবনের নানা দিক। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন। রামিজ রাজুর সঙ্গীত পরিকল্পনায় আলোক পরিকল্পনা করেছেন তৌফিক রবিন।
×