ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ড্যাপ নিয়ে স্থপতি নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর বৈঠক

আবাসিক এলাকায় রাস্তা রেখেই বাড়ি বানাতে হবে ॥ তাজুল

প্রকাশিত: ২১:৩২, ২৩ নভেম্বর ২০২০

আবাসিক এলাকায় রাস্তা রেখেই বাড়ি বানাতে হবে ॥ তাজুল

বিশেষ প্রতিনিধি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আবাসিক এলাকাগুলোতে রাস্তা রেখেই বাড়ি বানাতে হবে। রবিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘বিশদ অঞ্চল পরিকল্পনা’ (ড্যাপ) নিয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাড়ি তৈরি করতে হলে সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাস্তা প্রয়োজন। যে পরিমাণ রাস্তা আছে সে অনুযায়ী বাড়ি হতে হবে। কারণ ৩০টি বাড়ি হলে সে পরিমাণ রাস্তা থাকতে হবে, সেটিও নিশ্চিত করতে হবে। কারণ রাস্তা না থাকলে মানুষকে তো ঘরে বসে থাকতে হবে। আমরা নতুন ভবন করতে দেব না বিষয়টা এমন নয়। তবে করার আগে চিন্তাভবনা করে করতে হবে। আমরা আন্ডারপাস, ওভার গ্রাউন্ডের পরিকল্পনা করছি। কিভাবে সেটি করা যায়, সে ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে আমরা বাস্তবায়ন করব। তিনি আরও বলেন, মানুষের যেমন আবাসন লাগে তেমনি যাতায়াতের জন্য রাস্তার প্রয়োজন হয়। এটার জন্য কি পরিমাণ ভবন আছে, সেখানে বেশি মানুষের আবাসন করা যায় কি না সেটি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু আমাদের অন্য কোন দেশের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। আমরা পৃথিবীর এক নাম্বার ঘনবসতিপূর্ণ দেশ। সবকিছু মিলিয়ে কারও সঙ্গে তুলনা করা সম্ভব নয়। কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায় সেটি নিয়ে পরিকল্পনা করতে হবে। আমরা কাউকে কষ্ট দেয়া বা কাউকে অসম্মান করার জন্য এটি করছি না। মন্ত্রী বলেন, আমরা স্পেশাল প্ল্যানের জন্য একমত হয়েছি। আমরা একটি ডাটা ব্যাংক তৈরি করব, তাহলে আমাদের জন্য কাজগুলো সহজ হবে।
×