ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে না সরকার ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৩:১২, ১৯ নভেম্বর ২০২০

এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে না সরকার ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে না সরকার। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ তথ্য তুলে ধরে বলেছেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে ফিজিক্যাল ডিসটেন্স মেইনটেন করা অত্যন্ত দুরূহ কাজ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে শিশুদের সঙ্গে তাদের অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠান যেতে হয়। সংক্রমণ বেড়ে যেতে পারে। শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম কিন্তু তারা নীরব বাহক হতে পারে। এ পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানের স্কুলে পাঠাতে চান না। তাই সরকার এই পরিস্থিতিতে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়াতেই গুরুত্ব দিচ্ছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তার হেয়ার রোডের সরকারী বাসভবনে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভায় এসব কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়ার বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) এ কে এম আফতাব হোসেন প্রামানিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক প্রমুখ। শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে আমাদের শিক্ষা খাত নানা রকমের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘ সময় ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। বাল্যবিয়ে ও শিশুশ্রম বৃদ্ধি পেতে পারে। অনেক শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানসম্মত শিক্ষা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনার কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।
×