ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ফাইজারের টিকায় ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষার দাবি

প্রকাশিত: ০১:০৯, ১০ নভেম্বর ২০২০

ফাইজারের টিকায় ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ নতুন টিকা দিয়ে করোনাভাইরাস ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষার দাবি করেছে উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান। ফাইজার ও বায়োএনটেক জানিয়েছে, তাদের তৈরি টিকা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। দিনটিকে বিজ্ঞান ও মানবতার জন্য গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করেছে প্রতিষ্ঠান দুটি। খবর বিবিসির। ব্রিটিশ এই সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ছয়টি দেশের প্রায় সাড়ে ৪৩ হাজার মানুষের ওপর নতুন তৈরি এই টিকা প্রয়োগ করা হয়েছিল। টিকা নেয়ার পর কারও দেহেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি। চলতি মাসের শেষদিকে এই টিকার জরুরী অনুমোদন পাওয়ার জন্য আবেদন করা হবে বলে জানায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও বায়োএনটেক। টিকা নিয়ে প্রাথমিক বিশ্লেষণে এর ৯০ শতাংশ কার্যকারিতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ্যালবার্ট বোরলা বলেছেন, ‘বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কট শেষ করতে বিশ্বজুড়ে মানুষকে সহায়তা দেয়ার ক্ষেত্রে আমরা বেশ এগিয়ে গেছি।’ আর বায়োএনটেকের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক উর সাহিন এই অর্জনকে ‘মাইলফলক’ বলে অভিহিত করেছেন। তবে বিবিসি জানিয়েছে, উপস্থাপন করা এই উপাত্ত চূড়ান্ত বিশ্লেষণের নয়।
×