ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

প্রকাশিত: ২১:৩৮, ৮ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৭ নবেম্বর ॥ শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ। জানা যায়, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন অতিক্রম করে ট্রেনটি সিলেট যাওয়ার পথে ৭টি বগি লাইনচ্যুত হয়। বগি লাইনচ্যুত হওয়ায় এ সময় কন্টেনার থেকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিভিন্নভাবে ওই তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েন। রেলওয়ে কুলাউড়া অঞ্চলের সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র দাশ জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা স্থলে পৌঁছে দূপুর সোয়া ২টা থেকে উদ্ধার কাজ শুরু করে। রেল, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হয়েছে। রেললাইন সচল করতে রাত ১০টা পর্যন্ত লাগতে পারে। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, তেলবাহী ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি আরও জানান, জয়ন্তিকা ট্রেন শ্রীমঙ্গলে ও শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
×