ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে ॥ জি এম কাদের

প্রকাশিত: ২৩:১২, ৪ নভেম্বর ২০২০

অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে। তিনি বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। মঙ্গলবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ প্রতিনিধি দলের সঙ্গে পৃথক দুটি মতবিনিময়কাল তিনি এসব কথা বলেন। করোনার কারণে চলতি বছরের ২৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটি বাড়িয়ে সর্বশেষ চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত করা হয়েছে। ইতোমধ্যে সকল পাবলিক পরীক্ষাসহ সাধারণ শিক্ষার্থীদের জন্য ফাইনাল পরীক্ষাও অনিশ্চিত। এরমধ্যে আসন্ন শীত মৌসুমে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্বের ঢেউ আসার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নানা প্রস্তুতিও চলছে। এরই ধারাবাহিকতায় এ বছর শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যার আনুষ্ঠানিক বিরোধিতা করল বিরোধী দল জাতীয় পার্টি। যদিও বিশে^র বিভিন্ন দেশ করোনার কারণে পরীক্ষা নিতে না পেরে অটোপাসের পথেই হেঁটেছে। যে শিক্ষার্থীরা করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চাইবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না উল্লেখ করে সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, আবার যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য অটোপাসের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ এবং প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চাইবে তাদের জন্য অবশ্যই সচল করতে হবে শিক্ষা ব্যবস্থা। এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি গঠনের স্বার্থেই শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, করোনাকালে বেসরকারী শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। দেশে ধনী ও দরিদ্রের বৈষম্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হুমায়ুন খান, মনোয়ার হোসেন তোতা, সমাজ কল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, সম্পাদক মণ্ডলীর সদস্য নুরুল হক নুরু, আজহারুল ইসলাম সরকার, এ্যাড. আবু তৈয়ব, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক।
×