ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নিপীড়ন রোধে নিজেদের সশস্ত্র করছে কৃষ্ণাঙ্গ গ্রুপ

প্রকাশিত: ২২:২৩, ২৭ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে নিপীড়ন রোধে নিজেদের সশস্ত্র করছে কৃষ্ণাঙ্গ গ্রুপ

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কৃষ্ণাঙ্গ গ্রুপ নিপীড়ন থেকে রক্ষায় নিজেদের সশস্ত্র করছে বলে জানা গেছে। সম্প্রতি আরও একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার বিচার চাইতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার লাফায়েতেতে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখান থেকে গুলির শব্দ ভেসে আসে, তবে ওই গুলির ঠিক কোথা থেকে করা হয়েছে তা কেউই নিশ্চিত হতে পারেননি। কিন্তু সেখানে একটি গ্রুপ ছিল বলে নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, সশস্ত্র ওই গ্রুপের নাম নট ফাং এ্যারাউন্ড কোয়ালিশন বা এনএফএসি। খবর সিএনএনের। অবাক করা তথ্য হচ্ছে গুলির শব্দ শুনে অন্যদের মতো এনএফএসির সদস্যরা পালিয়ে যাননি। বরং তারা হাঁটু মুড়ে রীতিমতো পাল্টা হামলার প্রস্তুতি নেন। তারা সকলেই ছিল সশস্ত্র। আটলান্টাভিত্তিক এই গ্রুপটি একেবারেই ছোট নয়। তাদের সদস্য কয়েক হাজার। যাদের প্রত্যেকের কাছেই স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে। ২০১৭ সালে এই গ্রুপ প্রতিষ্ঠিত হয়। তাদের দাবি ছিল জর্জিয়ার ব্রন্সউইকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম কনফেডারেট স্মৃতিচিহ্ন সরাতে হবে। এছাড়াও বিভিন্ন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু বা হত্যার বিচার দাবিও ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু এ বছর জর্জ ফ্লয়েড হত্যাকা-ের পর তারা বেশ শক্তিশালী হয়ে উঠে। তারা এখন বিভিন্ন মিছিলে প্রকাশ্যে অস্ত্র বহন করছে। এর পেছনে যুক্ত হিসেবে তারা বলছে মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী, সব নাগরিকের অস্ত্র রাখা ও পরিবহনের অধিকার রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে বৃহৎ পরিসরে কৃষ্ণাঙ্গদের সশস্ত্র গ্রুপ দেখা গেছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় ব্ল্যাক প্যান্থার পার্টি। পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যু হলে তাদের জন্ম হয়। অবশ্য দলটির আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
×