ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তির বিপ্লব রিয়েল এস্টেট সেক্টরের আশীর্বাদ -মোহাম্মাদ আরিফুজ্জামান

প্রকাশিত: ২১:৪৮, ২৪ অক্টোবর ২০২০

তথ্যপ্রযুক্তির বিপ্লব রিয়েল এস্টেট সেক্টরের আশীর্বাদ -মোহাম্মাদ আরিফুজ্জামান

আইটি ডট কম প্রতিবেদক ॥ লোকমুখের কর্পোরেটকে আমরা যেভাবে চিনি তিন ঠিক সে রকম নন। প্রাণবন্ত একজন মানুষ যার প্রশংসারস্তুতি করেন তার গ্রাহকেরাই। রিয়েল এস্টেট সেক্টরে তার কাজের কারণে একজন সুপরিচিত নাম মার্কেটিং সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, জীবনের মধ্যগগনে এসে তিনি নিজে আজ তার স্বপ্নের প্রতিষ্ঠানের সিইও- বলছিলাম দেশের রিয়েল এস্টেট সেক্টরের ব্যতিক্রমধর্মী ও স্বনামধন্য প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আরিফুজ্জামানের কথা। জনকণ্ঠের সঙ্গে একান্ত আলোচনায় মোহাম্মাদ আরিফুজ্জামান বলেন, ‘গ্রামকে ভালবাসি আর বিশ্বাস করি তারণ্যই শক্তি।’ রিয়েল এস্টেটে তার প্রতিষ্ঠানের পুরোটাই তারুণ্যে ভরপুর এক টিম, সিইও যখন ক্যারিশম্যাটিক লিডার- কর্মীরা তখন প্রাণবন্ত একেকজন সেলার। শত ব্যস্ততার মাঝেও নিজেই তার কর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ সর্বদাই দক্ষ কর্মী তৈরির এবং ভিন্নতার শিক্ষাদানের এক নজির রাখেন আরিফুজ্জামান। করোনায় যখন দেশের রিয়েল এস্টেট সেক্টরে নেমে এসেছে ভয়ানক বিপদ, তখনও তার প্রতিষ্ঠান হোম অফিসে কাজ করেছে প্রতিনিয়ত। গ্রাহক সন্তুষ্টির জন্য ডিজিটাল মাধ্যমগুলোতেও ছিল তাদের উপস্থিতি, ফলাফল মিলছে বেশ। এছাড়াও মোহাম্মাদ আরিফুজ্জামান বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ঢাকা বিভাগের (১৩ জেলার) সরকারী ও বেসরকারী পর্যায়ে আবাসন ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ঢাকা ডেভেলপার্স এ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (ডি,ডি,-রেগ) এর নেতৃত্ব দেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে। পিতা মরহুম আবুল বাসারের নামে গড়া ফাউন্ডেশন থেকে করোনা মহামারীর প্রথম থেকে এখন পর্যন্ত পনেরো হাজার মানুষের কাছে পৌঁছে গেছে তার শুভেচ্ছা উপহার। আবুল বাসার ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষকে দেখাচ্ছে আলোর নতুন পথ। মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনি ব্যবস্থা করছেন উপবৃত্তি, কথা বলেছেন এবং কাজ করে যাচ্ছেন নানা এতিমখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে। পাঁচ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করবেন বলে তার প্রত্যয়। তারা বিয়ে উপযুক্ত গরিব বাবার মেয়েকে গোপনীয়তা মেনে বিয়ের খরচ দিয়ে সহযোগিতা করবেন। প্রত্যন্ত অঞ্চলে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তাদের। আবুল বাশার ফাউন্ডেশনের কার্যক্রম যেমন কুড়িয়েছে প্রশংসা, তেমনি তাদের রয়েছে নানা ধরনের বড় পরিকল্পনা। বর্তমান ডিজিটাল ট্রান্সফরমেশনের এই সময়ে কিভাবে রিয়েল ক্যাপিটা গ্রুপ মানুষের স্বপ্নপূরণ করছে সে বিষয়ে তিনি বলেন, ‘এটা একটা বড় আশীর্বাদ। আমরা আগে অব লাইনে ফেয়ার করতাম, এবার আমরা অনলাইনে প্রমোশন করে গ্রাহককে সামাজিক দূরত্ব মানিয়ে নিতে সাহায্য করে তার কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছি। যে খরচগুলো হতো, সেই খরচগুলো কমিয়ে আমরা নিজেদের মতো করে গিফট পরিকল্পনা করছি গ্রাহকদের জন্য। মোহাম্মাদ আরিফুজ্জামান আরও বললেন, আমার পুরো ক্যারিয়ারটা সেলস মার্কেটিং নিয়ে হওয়াতে আমি যখন সিইওর চেয়ারে বসি তখন বুঝতে পারি আমাদের এই সেক্টরে কি কি করলে পরিবর্তন আসবে সেগুলোকেই আমি প্রাধান্য দেই।
×