ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আবাদিয়া খাল খনন করায় কৃষকের চোখে স্বপ্ন

প্রকাশিত: ২১:২৩, ২১ অক্টোবর ২০২০

আবাদিয়া খাল খনন করায় কৃষকের চোখে স্বপ্ন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ অক্টোবর ॥ পত্নীতলা উপজেলার ‘আবাদিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের টেইসই প্রকল্পের আওতায় এলজিইডির মাধ্যমে আবাদিয়া উপপ্রকল্প (শাখা) খাল খনন করা হয়েছে। এই শাখা খাল খনন হওয়ায় উপকৃত হচ্ছেন হাজারো কৃষক ও সমিতির সদস্যরা। দুই হাজার আটশ’ মিটার খালটি খনন করায় হাজারো কৃষক সোনালি স্বপ্ন দেখতে শুরু করেছে। জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) থেকে ‘টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খনন কাজটি করে ‘আবাদিয়া শাখা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। আবাদিয়া শাখা খালের মোট দুই হাজার আটশ’ মিটার খনন করতে মোট ব্যয় হয়েছে ২৬ লাখ ৩২ হাজার ৬শ’ ৫২ টাকা। চলতি বছরের এপ্রিল-মে মাসে খালটি খনন করা হয়। খালটি উপজেলার পতœীতলা ইউনিয়নের গোপিনগর থেকে শুরু হয়ে সন্তোষপাড়া পূর্ব প্রান্তে গিয়ে শেষ হয়েছে। খাল খনন হওয়ায় পত্নীতলা, গোপিনগর, মহিমাপুর, কল্যাণপুর ও চক আফজালসহ কয়েকটি গ্রামের শত শত কৃষক-কৃষাণী সুবিধা ভোগ করছেন। খাল খনন করায় বর্ষার স্লুইস গেটের মাধ্যমে পানি সংরক্ষণ করে শুস্ক মৌসুমে চাষাবাদ কাজে ব্যবহার সহজ হবে।
×