ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের নির্দেশ

প্রকাশিত: ২১:২৬, ১৯ অক্টোবর ২০২০

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ আর্থিক অনিয়মের অভিযোগের কারণে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের আর্থিক অনিয়ম সহ্য করা হবে না। আর্থিক বিশৃঙ্খলা দেখা দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর্থিক অনিয়মের বিষয়ে কোষাধ্যক্ষ এমনকি উপাচার্যদেরও সতর্ক করেছেন ইউজিসি চেয়ারম্যান। রবিবার ইউজিসি মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট সংক্রান্ত দুই দিনব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। এছাড়া ইউজিসির বিভাগীয় প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে দেয়া বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের আর্থিক অনিয়ম সহ্য করা হবে না। আর্থিক বিশৃঙ্খলা দেখা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিদ্যমান আর্থিক নিয়মাবলী শতভাগ অনুসরণ করতে হবে। ইচ্ছেমতো আইনের ব্যাখ্যা দিয়ে সুযোগ-সুবিধা নেয়ার কোন সুযোগ নেই। এক্ষেত্রে উপাচার্য যদি আর্থিক বিষয়ে আউট অব লাইন করে, আপনাদের (কোষাধ্যক্ষ এবং অর্থ হিসাব বিভাগের পরিচালক) দায়িত্ব প্রথমে বিষয়টি তাকে অবহিত করা। এরপরও উপাচার্য যদি কোন অনিয়ম করেন, তাহলে এর দায়ভার তাকেই (উপাচার্য) নিতে হবে।
×