ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

স্বল্প সময়ের বৃষ্টিতেই নাকাল রাজধানীবাসী, জলাবদ্ধতা

প্রকাশিত: ২৩:০০, ৮ অক্টোবর ২০২০

স্বল্প সময়ের বৃষ্টিতেই নাকাল রাজধানীবাসী, জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার ॥ স্বল্প সময়ের বৃষ্টিতেই নাকাল রাজধানীবাসী। বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে তারা। এদিক বিকেল হতে চারদিকে হঠাৎ করেই ঘনকালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। এক পর্যায়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বেশি সময় ধরে না হলেও সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ভোগান্তিতে পড়ে অফিস ফেরত সাধারণ জনগণ। অনেকে বৃষ্টিতে ভিজেপুরে একাকার হয়ে পড়ে। আবহাওয়া অফিস জানায় দেশের বিভিন্ন এলাকায় বর্ষায় বিদায় বেলায় মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এছাড়া সাগরে লঘুচাপের প্রভাব থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকেই দেশের ওপর মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। এ কারণে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ওই সময় থেকেই অবিরাম বৃষ্টিরধারা শুরু হয়েছে। এর ঢেউ ক্ষণে ক্ষণে এসে লাগছে রাজধানীতেও। বুধবার সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার ছিল। তীব্র রোদ আর নীল আকাশ দেখে বোঝার উপায় ছিল না বৃষ্টি হতে পারে। কিন্তু দুপুর গড়াতেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীর।সরেজমিন দেখা যায় মিরপুর-১ থেকে ১০ চিড়িয়াখানা রোড, মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম মাথা, আসাদ গেট, মোহাম্মদপুর থেকে শেখেরটেক এলাকা, কাওরান বাজার, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেকে ছাতা ছাড়াই বাইরে বের হয়ে হঠাৎ বৃষ্টিতে বেশ বিপাকে পড়ে। বৃষ্টির হাত থেকে বাঁচতে কওরানবাজার ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভবনের শেডে অবস্থান নিতে দেখা যায়। আবার অনেকে ভিজেপুরে একাকার হয়ে পড়ে বৃষ্টিতে। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আধা ঘণ্টা কম সময়ের মধ্যেই থেমে যায়।
×