ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবার চোখ নীল

প্রকাশিত: ২২:৫৬, ৪ অক্টোবর ২০২০

সবার চোখ নীল

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাটন দ্বীপের পূর্ব সুলাওসি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সবার চোখের রং নীল। যদিও এর পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ। অতি সম্প্রতি কয়েকজন ফটোগ্রাফারের তোলা ছবিতে দেখা গেছে, সুলাওসি নামে ওই অঞ্চলের আদিবাসী উপজাতি সম্প্রদায়ের বাসিন্দাদের গায়ের ও মাথার চুলের রং বাদামি এবং কালো হলেও সবার চোখই নীল রঙের। শুধু তাই নয়, সেখানকার ছোট ছোট ছেলেমেয়েদেরও চোখের রং নীল বর্ণের। আর এর পেছনে রয়েছে বিরল ওয়েডেনবুর্গ সিনড্রোম নামে পরিচিত একটি হরমোন। যা চোখের রঙ্গকোষকে প্রভাবিত করে। ওই হরমোনের প্রভাবে তাদের নীল রঙের চোখ তৈরি হয়। পুরো ইন্দোনেশিয়ায় খুবই বিরল একটি ঘটনা। সেখানকার বেশিরভাগ মানুষের মাথার চুলের রং কালো হলেও চোখ নীল রঙের হয়। জানা গেছে, ওয়েডেনবুর্গ সিনড্রোম একটি বংশগত জেনেটিক পরিবর্তন। ধারণা করা হয় যে, কোন কোন ফর্মটিতে এটির উপস্থিত ৪২ হাজার মানুষের মধ্যে মাত্র একজনের দেখা যায়। শুধু তাই নয়, এই সিনড্রোমের কারণে দৃষ্টি শক্তি লোপ এবং শ্রবণশক্তি হ্রাস পায়।-ডেইলি মেইল
×