ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান এখন ডেঞ্জার জোন ॥ রিজভী

প্রকাশিত: ২২:৫৯, ২ অক্টোবর ২০২০

শিক্ষা প্রতিষ্ঠান এখন ডেঞ্জার জোন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ডেঞ্জার জোন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, যেদিন আওয়ামী লীগের কাছে রাষ্ট্র শক্তি থাকবে না তারা তখন লুকানোর জন্য গর্ত খুঁজে বেড়াবে। কারণ, রাষ্ট্র শক্তি যখন থাকবে না, তখন পুলিশ থাকবে না, র‌্যাব থাকবে না, আইনশৃঙ্খলা বাহিনী থাকবে না। তখন তাদের টিকিও খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, সরকার লাঠিপেটা গণতন্ত্র চালু করেছে। মঙ্গলবার ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারকালে ক্ষমতাসীন দলের লোকেরা হামলা করে। আওয়ামী লীগ লাঠি পেটার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই তারা আজ নির্বাচনী সভা বলুন, মিছিল বলুন, গণতান্ত্রিক সংগ্রাম বলুন সেখানে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে।
×