ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন ॥ আটক তিন

প্রকাশিত: ২১:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২০

সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন ॥ আটক তিন

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৮ সেপ্টেম্বর ॥ সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় তিন দুর্বৃত্তকে আটক করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয়েছে বিষ দিয়ে মারা মাছ, বিষের বোতল ও একটি ডিঙ্গি নৌকা। করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বনাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যুকে আটক করে। আটককৃতরা হলো বেল্লাল ঢালী, মাসুম ঢালী ও মনিরুল ঢালী। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামে। পরবর্তীতে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা ও তিনটি বৈঠা।
×