ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাবনা-৪ উপনির্বাচন

কেন্দ্রে বিএনপির এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি ॥ রিজভী

প্রকাশিত: ২৩:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২০

কেন্দ্রে বিএনপির এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ পাবনা-৪ আসনের উপনির্বাচনে কেন্দ্রে বিএনপির এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। বেশ কিছুদিন ধরে দেশী-বিদেশী গণমাধ্যমে আওয়ামী লীগের পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছে। তাই সব কূল হারিয়ে সরকার মনে হয় স্বস্তিতে নেই। আর বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা এড়াতেই একজন মন্ত্রী বিদেশে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন। রিজভী বলেন, তথ্যমন্ত্রী বলেছেন পাকিস্তানী গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম-মহরম বহু পুরনো। হঠাৎ করে তথ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য জনগণের মনে ঘোরতর সন্দেহের সৃষ্টি করেছে।
×