ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমরা সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবো : প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশিত: ২১:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২০

আমরা সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবো : প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার বিকেলে বাংলাদেশ সুগারক্রপস গবেষণা ইনষ্টিটিউট মিলনায়তনে জাতীয় সংসদ-৭১,পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) শূণ্য আসনের নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,প্রধান নির্বাচন কমিশনার কে.এম.নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন। পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কবীর মাহমুদের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম ও সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে.এম.নুরুল হুদা বলেন,আমরা সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবো। নির্বাচন ব্যবস্থাপনা সুষ্ঠ ও স্বাভাবিক করার জন্যই মত বিনিময় সভার আয়োজন করা। প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান এই দৃষ্টিতে দেখার জন্য সকল প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়ে সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের অনুকুল পরিবেশ আছে দাবি করে সকলকে সঠিক দায়িত্ব পালনের আহবান জানান। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,কে,কি বললো সেটা আমার জানা নেই। তবে নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের সকল আয়োজন সুসম্পন্ন করা হয়েছে। মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব আলমগীর হোসেন বলেন,নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।
×