ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিজিবির ১৯২ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ২৩:১২, ২২ সেপ্টেম্বর ২০২০

বিজিবির ১৯২ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯২ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত পৃথক পৃথক রিট আবেদন শুনানি নিয়ে সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ আব্দুল কাইয়ূম। পরে ব্যারিস্টার মোঃ আব্দুল কাইয়ূম জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন। সোমবার আদালত পৃথক রিটের শুনানি নিয়ে বিজিবি ও বিমানবাহিনীর ১৯২ জনের ক্ষেত্রে গেজেটটি স্থগিত করে রুল জারি করেছে। এছাড়া তাদের ভাতাও দিতে নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান, ১৯২ জনের মধ্যে ১৬০ জন আগে রিট করেছিলেন। তখন ভার্চুয়াল কোর্ট নিয়মিত আদালত না খোলা পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল। এখন নিয়মিত আদালত চালু হওয়ায় তাদের রিট উপস্থাপন করা হলে আদালত সনদ বাতিলের গেজেটের ওপর স্থগিতাদেশ, ভাতা দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেছে। আর নতুন করে বাকি ৩২ জন রিট করেন। তাদের ক্ষেত্রেও একই আদেশ দিয়েছে। মোট ১৯২ জনের মধ্যে একজন বিমানবাহিনীর। বাকি সবাই বিজিবির।
×