ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যা

মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা কমাল সৌদি আদালত

প্রকাশিত: ০০:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২০

মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা কমাল সৌদি আদালত

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজনের সাজা কমিয়ে ২০ বছরের জেল দিয়েছে সৌদি আরবের আদালত। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সরকারী কৌঁসুলিরা বলেছেন, সাংবাদিক খাশোগির পরিবার মৃত্যুদ-প্রাপ্তদের ক্ষমা করে দেয়ায় তাদের সাজা কমানো হয়েছে। বাকি যে তিনজনের ৭ থেকে ১০ বছরের জেল হয়েছিল তাদের সাজা বহাল রাখা হয়েছে। এই আটজনের নাম-পরিচয় জানানো হয়নি। খাশোগি হত্যাকাণ্ডে গতবছর ডিসেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়। কারাদণ্ড হয়েছিল তিনজনের। তবে তাদের পরিচয় প্রকাশ না করায় আসল অপরাধীরা সাজা পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর এ বছর ২২ মে খাশোগির ছেলেরা তাদের বাবার খুনীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দেয়। নিহত সৌদি সাংবাদিকের ছেলে সালাহ খাশোগি টুইটারে বলেন, ‘আমরা শহীদ জামাল খাশোগির ছেলেরা ঘোষণা করছি, যারা আমাদের বাবার হত্যাকারী, আমরা তাদের ক্ষমা ও মার্জনা করছি।’ এরপরই সৌদি আদালত মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা কমানোর রায় জানাল।
×